সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • ডায়াবেটিসের আগে সাবধানতা: কেন বাড়ে রক্তে চিনি?

    ডায়াবেটিসের আগে সাবধানতা: কেন বাড়ে রক্তে চিনি?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ডায়াবেটিস হলে শরীরে ইনসুলিনের মাত্রা কমে যায়। ফলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়। ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে হয়। এ কারণে প্রয়োজন খাবারের তালিকা তৈরি করা এবং তালিকা অনুযায়ী প্রতিদিনের খাবার গ্রহণ করা। যা ডায়াবেটিস রোগীকে সুস্থ রাখতে সহায়তা করে। এর ফলে কোন খাবারে কী প্রতিক্রিয়া , সে সম্পর্কে ধারণা পাওয়া সহজ হয়। কিন্তু এরপরও অনেক সময় রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পায়।

    আসুন জেনে নিন, রক্তে শর্করা কেন বাড়ে-

    . বিভিন্ন সময় অসুস্থতা কারণে মানুষ স্ট্রেস অনুভব করে। স্ট্রেসের কারণে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। যা পরবর্তীতে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি করে। তাই অসুস্থ বোধ করলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে আনুন। তবে, চিনিযুক্ত পানীয় বা কফি গ্রহণের ক্ষেত্রে সতর্ক থাকুন। কারণ এগুলি আপনার রক্তে শর্করার দ্রুত বৃদ্ধি করবে। শর্করার মাত্রা উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পেলে চিকিৎসকের পরামর্শ নিন।

    ২. শরীর সুস্থ থাকার জন্য হাইড্রেটেড থাকা খুব জরুরি। পর্যাপ্ত পরিমাণ পানি পান না করলে শরীরে পানিশূন্যতা দেখা দিতে পারে। পানি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে, হজমের কাজ সহজ করতে, অক্সিজেন ও অন্যান্য পুষ্টি উপাদান সরবরাহ করে। শরীরে পানিশূন্যতা দেখা দিলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়। তাই প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে।

    ৩. গর্ভাবস্থায় হরমোন পরিবর্তনের কারণে গর্ভবতী মায়ের রক্তে শর্করা বৃদ্ধি পেতে পারে। তাই এ সময় চিকিৎসকের তত্ত্বাবধানে থাকা প্রয়োজন।

    ৪. এমন কিছু ঔষধ আছে, যেগুলি সেবনের কারণে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। এই ওষুধগুলি ডায়াবেটিস রোগীদের সমস্যা তৈরি করতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন উচিত না।

    ৫. ঘুম কম হলে শরীরের কার্যক্রম ঠিকভাবে পরিচালিত হয় না। এতে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পায়। যদি ঘুমের সমস্যা যদি জীবনের অংশ হয়ে থাকে তবে, তাহলে এর মূল কারণ খুঁজে বের করা প্রয়োজন। ঘুমানোর আগে খাবার খাওয়া থেকে বিরত থাকুন, এ কারণে ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। ঘুমের অভাবে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পায়। তাই সুস্থ থাকার জন্য পর্যাপ্ত ঘুমের প্রয়োজন।

    তথ্যসূত্র: ওয়েবএমডি, ইটিংওয়েল


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ