সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে আবারও বিক্ষোভ

    অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে আবারও বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঈদের ছুটি শেষে পুনরায় আন্দোলনে নেমেছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। তারা ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে সোমবার (১৬ জুন) দুপুরে সচিবালয়ে গণজমায়েত করেন এবং বিক্ষোভ প্রদর্শন করেন।

    কর্মচারীরা আজ স্বরাষ্ট্র, সমাজকল্যাণ এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টার কাছে স্মারকলিপি দেবেন। এরপর ঐক্য ফোরামের নেতারা নতুন কর্মসূচি ঘোষণা করবেন বলে জানানো হয়েছে।

    উল্লেখ্য, গত ২২ মে উপদেষ্টা পরিষদের বৈঠকে চার ধরনের শৃঙ্খলা ভঙ্গের অপরাধে বিভাগীয় মামলা ছাড়াই চাকরিচ্যুতির বিধান রেখে অধ্যাদেশের খসড়া অনুমোদন পায়। এরপর ২৫ মে তা জারি করে অন্তর্বর্তী সরকার।

    অধ্যাদেশটিকে ‘নিবর্তনমূলক’ ও ‘কালো আইন’ আখ্যা দিয়ে কর্মচারীরা সচিবালয়ে লাগাতার কর্মবিরতি, বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। গত ২৪ মে থেকে শুরু হওয়া এ আন্দোলনের অংশ হিসেবে তারা ইতিমধ্যে কয়েকজন উপদেষ্টার কাছেও স্মারকলিপি দিয়েছেন।

    এ পরিস্থিতি পর্যালোচনা ও আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে সুপারিশ তৈরির লক্ষ্যে তিন সদস্যের কমিটি গঠন করেছে সরকার। আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলকে আহ্বায়ক করে গঠিত এ কমিটির অন্য সদস্যরা হলেন—বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। ৫ জুন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ