সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • খাবারের তালিকায় অতিরিক্ত কার্বোহাইড্রেট

    খাবারের তালিকায় অতিরিক্ত কার্বোহাইড্রেট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আমরা সবাই জানি যে কার্বোহাইড্রেট শরীরকে জ্বালানি দেয়। এটি শক্তির জন্য গুরুত্বপূর্ণ, তবে ভারসাম্য রাখাও জরুরি। অতিরিক্ত কার্বোহাইড্রেট ধীরে ধীরে নানা শারীরিক অসুবিধার সৃষ্টি করতে পারে। কিছু লক্ষণ এত সূক্ষ্ম যে বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো নজর এড়িয়ে যায়। তাই খাবারের তালিকায় অতিরিক্ত কার্বোহাইড্রেট রাখা যাবে না। এ জাতীয় খাবার অতিরিক্ত খেলে শরীরে কী ঘটে? চলুন জেনে নেওয়া যাক-

    ১. খাওয়ার পরেও ক্ষুধা লাগা

    আপনার যদি খাওয়ার কিছুক্ষণ পরই আবার ক্ষুধা পেয়ে যায় তাহলে সেজন্য কার্বোহাইড্রেট দায়ী হতে পারে। ২০১৪ সালে অ্যাপেটাইট জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে, সাদা ভাত এবং রুটির মতো সাধারণ কার্বোহাইড্রেট দ্রুত হজম হয়, রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি করে এবং তারপরে তা দ্রুত হ্রাস করে। এর ফলে ক্ষুধা অনুভব হয়। জটিল কার্বোহাইড্রেটের সঙ্গে ফাইবার এবং প্রোটিন যোগ করে খান।

    ২. শক্তি হ্রাস পাওয়া

    খাওয়ার পরপরই শক্তি বেড়ে আবার কয়েক মুহূর্ত পরেই কমে যাচ্ছে। এরকমটা হলে সতর্ক হোন। এগুলো পর্যাপ্ত ফাইবার বা প্রোটিন ছাড়াই অতিরিক্ত কার্বোহাইড্রেট যুক্ত খাবার খাওয়ার লক্ষণ। রক্তে শর্করার মাত্রা খুব দ্রুত বৃদ্ধি এবং হ্রাস পেলে শক্তিও হ্রাস পায়। সেখান থেকে দেখা দেয় অনবরত ক্লান্তি।

    ৩. হঠাৎ ওজন বৃদ্ধি

    সাদা ভাত, ময়দা জাতীয় খাবার অথবা চিনিযুক্ত খাবার অতিরিক্ত খেলে দ্রুত ওজন বাড়তে থাকবে। ২০২৩ সালে The BMJ-তে প্রকাশিত একটি গবেষণায় উল্লেখ করা হয়েছে যে, অব্যবহৃত কার্বোহাইড্রেট চর্বি হিসেবে জমা হয়, বিশেষ করে যদি আপনি যথেষ্ট পরিমাণে নড়াচড়া না করেন। তাই এ জাতীয় খাবার খাওয়ার পরপরই অলস শুয়ে বসে থাকবেন না।

    ৪. ত্বকে সমস্যা

    নিয়মিত ত্বকের যত্ন নেওয়ার পরও কি আপনার ত্বক স্বাভাবিকের চেয়ে বেশি ফেটে যাচ্ছে? তাহলে আপনার খাবারের তালিকার দিকে তাকান। প্রক্রিয়াজাত কার্বোহাইড্রেট এবং চিনিযুক্ত খাবার বেশি গ্রহণ করলে ইনসুলিনের মাত্রা বৃদ্ধি পেতে পারে, হরমোনের ওপর প্রভাব পড়তে পারে এবং প্রদাহের সূত্রপাত হতে পারে। ফলাফল? ব্রণ, মলিন ত্বক এবং তৈলাক্ত ভাব। তাই এ ধরনের খাবার অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ