সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • মুসলিমবান্ধব অমুসলিম দেশ ২০২৫ সালের সেরা সিঙ্গাপুর

    মুসলিমবান্ধব অমুসলিম দেশ ২০২৫ সালের সেরা সিঙ্গাপুর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গ্লোবাল মুসলিম ট্রাভেল ইনডেক্স (GMTI) ২০২৫ অনুযায়ী, সিঙ্গাপুর টানা বছর সেরা মুসলিমবান্ধব অ-ইসলামি ভ্রমণ গন্তব্যের মর্যাদা অর্জন করেছে। ৭১ পয়েন্ট নিয়ে দেশটি তালিকার শীর্ষে রয়েছে, যা গত বছরের তুলনায় ৫ পয়েন্ট বেশি।

    এ তালিকায় যুক্তরাজ্য ৬৩ পয়েন্ট পেয়ে দ্বিতীয়, হংকং ৬২ পয়েন্টে তৃতীয় স্থান অর্জন করেছে, যেখানে হংকংয়ের স্কোর ২০২৪ সালের তুলনায় ১০ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে।

    বিশ্বব্যাপী মুসলিম পর্যটকদের আকৃষ্ট করতে অমুসলিম দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে। থাইল্যান্ড (৫৭), তাইওয়ান (৫৮), আয়ারল্যান্ড (৫৪), অস্ট্রেলিয়া (৫৪) এবং ফিলিপাইন (৫৩) এই দেশগুলো ৩ থেকে ৭ পয়েন্ট পর্যন্ত স্কোর বাড়িয়ে এগিয়ে এসেছে।
     
    নতুনভাবে শীর্ষ ২০-এ স্থান করে নিয়েছে রাশিয়া ও কানাডা, যাদের স্কোর যথাক্রমে ৪৯ পয়েন্ট এবং অবস্থান ১৬ ও ১৩ ধাপ উন্নত হয়েছে। এছাড়া নিউজিল্যান্ড, ম্যাকাও, তানজানিয়া ও কেনিয়া এই চার দেশও এবার ৪৯ পয়েন্ট নিয়ে তালিকায় যুক্ত হয়েছে।
     
    স্পেন, জার্মানি, দক্ষিণ আফ্রিকা, জর্জিয়া ও বসনিয়া ও হার্জেগোভিনা, এই দেশগুলো হালাল খাবার, নামাজের ব্যবস্থা এবং সংস্কৃতিসংবেদনশীল সেবায় উন্নয়ন ঘটিয়েছে।
     
    গ্লোবাল মুসলিম ট্রাভেল ইনডেক্সের মতে, অ-ইসলামি দেশগুলো এখন মুসলিম পর্যটকদের জন্য হালাল সার্টিফায়েড রেস্তোরাঁ, নামাজের স্থান ও আতিথেয়তা খাতে ধর্ম-সংস্কৃতি অনুশীলনে প্রশিক্ষিত কর্মী তৈরিতে বিনিয়োগ করছে।

    ফলে ২০২৪ সালের তুলনায় শীর্ষ ২০টি অমুসলিম গন্তব্যের গড় স্কোর ৫০.২ থেকে বেড়ে ৫৬.৬-এ পৌঁছেছে। বিশ্বের পর্যটনশিল্পে মুসলিম পর্যটকদের চাহিদা বাড়ছে এবং এটি অমুসলিম দেশগুলোকে নতুন প্রতিযোগিতায় নামতে উৎসাহ দিচ্ছে। গুণমান, ধর্মীয়-সাংস্কৃতিক সম্মান ও অভিগম্যতাকে কেন্দ্র করে এখন গড়ে উঠছে পরবর্তী প্রজন্মের পর্যটন কাঠামো।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ