সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • সরকার-বিএনপি সংলাপে রাজনৈতিক অগ্রগতি সম্ভব: ইসলামী আন্দোলন

    সরকার-বিএনপি সংলাপে রাজনৈতিক অগ্রগতি সম্ভব: ইসলামী আন্দোলন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সরকার ও বিএনপির মধ্যে সমঝোতা রাজনৈতিক সংকট নিরসনে সহায়ক হবে বলে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি বলেছে, লন্ডনে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠক একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অগ্রগতি।

    শুক্রবার (১৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, নির্বাচনের সময়সূচি নিয়ে চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে এই সংলাপ একটি বড় পদক্ষেপ। বিএনপি দীর্ঘদিন ধরে ডিসেম্বরে নির্বাচনের দাবি জানিয়ে এলেও এখন ফেব্রুয়ারির প্রস্তাব দিয়েছে, যা রাজনৈতিক নমনীয়তার ইঙ্গিত দেয়। প্রধান উপদেষ্টাও তা শর্তসাপেক্ষে বিবেচনার আশ্বাস দিয়েছেন—এটি একটি ইতিবাচক দৃষ্টান্ত।

    তিনি আরও বলেন, সংস্কার, বিচার ও জুলাই সনদ বিষয়ে বিএনপির নীতিগত সমর্থন দেশের গণতন্ত্রচর্চার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই প্রক্রিয়া স্বৈরতন্ত্রমুক্ত বাংলাদেশের ভিত্তি গঠনে ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।

    সংলাপের পর রাজনৈতিক উত্তেজনা প্রশমিত হবে এবং একটি বৃহত্তর জাতীয় ঐকমত্যের পরিবেশ সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মাওলানা গাজী আতাউর রহমান।

    তবে বৈঠকের পর উপদেষ্টা খলিলুর রহমানের প্রেস ব্রিফিংয়ে ব্যবহৃত ভাষা নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেন। তার ভাষায়, প্রফেসর ইউনূস বাংলাদেশের সরকার প্রধান, অন্যদিকে তারেক রহমান একটি রাজনৈতিক দলের নেতা। তাদের বৈঠক গুরুত্বপূর্ণ হলেও একে ‘যৌথ বিবৃতি’ বলা রাষ্ট্রীয় প্রেক্ষাপটে উপযুক্ত নয়।

    তিনি আরও বলেন, রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে সব রাজনৈতিক দলের মতামত গ্রহণ করা জরুরি। শুধু বিএনপির মতামতের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত গ্রহণ গ্রহণযোগ্য নয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন