সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • সপ্তাহের ব্যবধানে স্বর্ণের মূল্য ছুঁয়েছে নতুন উচ্চতা বিশ্ববাজারে

    সপ্তাহের ব্যবধানে স্বর্ণের মূল্য ছুঁয়েছে নতুন উচ্চতা বিশ্ববাজারে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও রেকর্ড ছাড়িয়েছে। এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে প্রতি আউন্সে পৌঁছেছে ৩ হাজার ৩৬০ ডলারে। বৃহস্পতিবার (১২ জুন) স্বর্ণের মূল্য দশমিক ২ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বাজার বিশ্লেষক সংস্থাগুলো। মূল্যবান ধাতুটির এই ঊর্ধ্বগতি বিনিয়োগকারীদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

    বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে বৃহস্পতিবার (১২ জুন) স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে দশমিক ২ শতাংশ বেড়ে ৩ হাজার ৩৬০ দশমিক ২৯ ডলারে দাঁড়িয়েছে। যা গত ৫ জুনের চেয়ে স্বর্ণের সর্বোচ্চ দর।

    অন্যদিকে ফিউচার মার্কেটেও প্রায় ১ দশমিক ১ শতাংশ বেড়েছে হলুদ ধাতব বস্তুটির দাম। এই বাজারে প্রতি আউন্স স্বর্ণ ৩ হাজার ৩৮০ ডলারে বিক্রি হচ্ছে।

    বিশ্লেষকরা বলছেন, ভূ-রাজনৈতিক অস্থিরতা, ডলারের মান ও পরবর্তী মার্কিন সুদের হারের আলোচনার ওপর বিনিয়োগকারীদের নির্ভরযোগ্য আশ্রয়স্থল স্বর্ণের দার নির্ভর করছে। ইতোমধ্যে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন কর্মীদের সরিয়ে নেয়ার কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ভূ-রাজনৈতিক এই অস্থিরতায় বিনিয়োগকারীরা মার্কিন প্রযোজক মূল্য সূচকের দিকে তাকিয়ে, যেটি ১৭-১৮ জুন ফেডারেল রিজার্ভের বৈঠকের আগে প্রকাশিত হবে।

    এদিকে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে টানা ২ দফায় স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ গত ৫ জুন ভরিতে ২ হাজার ৪১৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার ৩৩৬ টাকা। পরদিন (৬ জুন) থেকে নতুন এই দামে স্বর্ণ ক্রয়-বিক্রয় চলছে।

    নতুন দাম অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৬৯ হাজার ৯২১ টাকা। পাশাপাশি পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬২ হাজার ২০০ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৩৯ হাজার ২৩ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৪ হাজার ৯৪৯ টাকা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ