রবিবার, ০৬ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের কোনো বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

    তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের কোনো বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের কোনো ধরনের বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

    বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তারেক রহমান বাংলাদেশের নাগরিক। তিনি চাইলে যেকোনো সময় দেশে ফিরতে পারেন। তার দেশে ফেরার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই।

    সম্প্রতি লন্ডনে বিএনপির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের প্রসঙ্গে প্রশ্ন উঠলে, উপদেষ্টা বলেন, এই বিষয়টি ব্যক্তিগত এবং রাজনৈতিক। তবে রাষ্ট্রীয়ভাবে তার দেশে ফেরা নিয়ে কোনো সমস্যা নেই।

    সীমান্তে ভারতের ‘পুশ-ইন’ প্রসঙ্গে তিনি বলেন, যদি কোনো বাংলাদেশি নাগরিক ভারতের অভ্যন্তরে থাকেন, তবে সঠিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের গ্রহণ করা হবে। কিন্তু ভারত যেভাবে জঙ্গলে ও রাস্তায় অমানবিকভাবে এ কাজ করছে, তা গ্রহণযোগ্য নয়। এই বিষয়ে দিল্লিতে নিযুক্ত আমাদের হাইকমিশনারকেও জানানো হয়েছে।

    তিনি আরও জানান, কোভিড মহামারি প্রতিরোধে বিদেশফেরত যাত্রীদের জন্য বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে।

    সাংবাদিকদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, খণ্ডিত নয়, বরং পূর্ণাঙ্গ ও নির্ভরযোগ্য তথ্য প্রচার করুন। খণ্ডিত তথ্য প্রতিবেশী দেশগুলো নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারে।

    এই সময় গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, হাইওয়ে পুলিশের ডিআইজি শফিকুল ইসলাম, পুলিশ সুপার ভ. যাবের সাদেকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন