সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • ফাইবার অপটিক ড্রোন: অদৃশ্য আতঙ্ক নাকি যুদ্ধের ভবিষ্যৎ?

    ফাইবার অপটিক ড্রোন: অদৃশ্য আতঙ্ক নাকি যুদ্ধের ভবিষ্যৎ?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘমেয়াদি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ক্রমেই নতুন প্রযুক্তির পরীক্ষামঞ্চে পরিণত হচ্ছে। প্রতিদিনই দেখা যাচ্ছে আরও ভয়ংকর, আরও উন্নত সামরিক অস্ত্রের ব্যবহার। এ যুদ্ধের সাম্প্রতিকতম ও আলোচিত অস্ত্র ‘ফাইবার অপটিক ড্রোন’—যাকে বলা হচ্ছে যুদ্ধক্ষেত্রের ‘নীরব ঘাতক’।

    প্রথমে একমাত্র রাশিয়াই এই প্রযুক্তির ব্যবহার শুরু করেছিল। এখন ইউক্রেনও পাল্টা আক্রমণে এই ড্রোন মোতায়েন করছে।

    কীভাবে কাজ করে এই ড্রোন?
    এই ড্রোনগুলোকে ফাইবার অপটিক কেবলের মাধ্যমে পরিচালনা করা হয়। এতে কোনো ধরনের রেডিও সিগন্যাল ব্যবহৃত হয় না, ফলে সাধারণ ড্রোন শনাক্তকারী রাডার কিংবা মিসাইল ডিফেন্স সিস্টেম এগুলোকে ধরতে পারে না।

    ড্রোনটি মাটিতে বসে থাকা অপারেটর অপটিক কেবলের মাধ্যমে নিয়ন্ত্রণ করেন। একে বলে ‘রেডিও সাইলেন্ট ড্রোন’। ফলে শত্রুর পক্ষে ড্রোনের উপস্থিতি টের পাওয়া অত্যন্ত কঠিন।

    একবার কেউ কেবল কাটতে গেলেই, সেটি ক্যামেরায় ধরা পড়লে সঙ্গে সঙ্গেই ড্রোনে থাকা বিস্ফোরক দিয়ে হামলা চালানো হয়।

    মারাত্মক দিকগুলো কী?

    ড্রোনের টাইটেনিয়াম ব্লেড অতিশয় ধারালো, যা কাছে গেলে মারাত্মক শারীরিক ক্ষতি করতে পারে।

    ড্রোনে থাকে বিস্ফোরক, যা লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানতে সক্ষম।

    সেনাঘাঁটি, শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা, এমনকি যানবাহনেও এ ড্রোন সহজেই পাঠানো যায়।

    সীমাবদ্ধতাও রয়েছে:
    যেহেতু এটি কেবলের মাধ্যমে পরিচালিত হয়, তাই এর গতি ও পরিসীমা সীমিত (সাধারণত ১০–৪০ কিলোমিটার)। কেবল যদি কোনো গাছে বা অবকাঠামোয় আটকে যায়, ড্রোন অকেজো হয়ে পড়তে পারে। তাছাড়া এই ড্রোন উচ্চমাত্রায় উড়তে পারে না, এবং তুলনামূলকভাবে ধীরে এগোয়।

    ইউক্রেনের জবাব:
    রাশিয়ার এই কৌশলের জবাবে ইউক্রেনও ফাইবার অপটিক ড্রোন ব্যবহার শুরু করেছে। ইউক্রেনের ন্যাশনাল গার্ডের টুয়েলভথ স্পেশ্যাল ফোর্স ব্রিগেড এ ধরনের ড্রোন হামলায় সক্রিয়।

    এই ‘নীরব ঘাতক’ ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে প্রযুক্তির নতুন দিগন্ত খুলে দিচ্ছে—যেখানে শব্দহীন, রাডারে অদৃশ্য অস্ত্রই হয়ে উঠছে সবচেয়ে মারাত্মক।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন