সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • যুক্তরাজ্যে মানি ট্রান্সফার কোম্পানির সঙ্গে গভর্নরের বৈঠক: বৈধ রেমিটেন্স বৃদ্ধির উদ্যোগ

    যুক্তরাজ্যে মানি ট্রান্সফার কোম্পানির সঙ্গে গভর্নরের বৈঠক: বৈধ রেমিটেন্স বৃদ্ধির উদ্যোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রবাহ বাড়াতে যুক্তরাজ্যে অবস্থিত মানি ট্রান্সফার কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

    মঙ্গলবার (১০ জুন) স্থানীয় সময় লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে এ সভা অনুষ্ঠিত হয়।

    বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ ইকোনোমিক কাউন্সিলর, বিভিন্ন মানি ট্রান্সফার কোম্পানির শীর্ষ কর্মকর্তাসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

    নেক গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশি এনআরবি মানি ট্রান্সফার কোম্পানি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ইকরাম ফরাজী বলেন, প্রবাসীদের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের এ ধরনের সরাসরি মতবিনিময় হুন্ডির মতো অবৈধ পন্থা রোধে এবং বৈধ পথে রেমিটেন্স বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।

    ব্র্যাক সাজনের ম্যানেজিং ডিরেক্টর আব্দুস সালামসহ অন্যান্য বক্তারাও রেমিটেন্স বৃদ্ধিতে প্রযুক্তিনির্ভর সহজ ও স্বচ্ছ প্রক্রিয়া গড়ে তোলার উপর জোর দেন।

    গভর্নরের সঙ্গে মতবিনিময়ে আলোচকরা ‘হুন্ডি হটান, বৈধ পথে রেমিটেন্স পাঠান’ এই বার্তার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, প্রবাসীদের সহযোগিতা ছাড়া এই যুদ্ধ সম্ভব নয়।

    বাংলাদেশ ব্যাংকের গভর্নর আশ্বাস দেন, প্রবাসীদের সুবিধার্থে রেমিটেন্স পাঠানোর প্রক্রিয়াকে আরও সহজ, নিরাপদ ও লাভজনক করতে সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক নীতিগত পদক্ষেপ গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ