সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • কিয়ার স্টারমারের সঙ্গে ইউনূসের বৈঠক অনিশ্চিত: প্রেস সচিব

    কিয়ার স্টারমারের সঙ্গে ইউনূসের বৈঠক অনিশ্চিত: প্রেস সচিব
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সফররত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক এখনো অনিশ্চিত রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    মঙ্গলবার (১০ জুন) লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, “আমরা জানতে পারছি, কিয়ার স্টারমার বর্তমানে কানাডা সফরে রয়েছেন। আজ এক ব্রিটিশ পার্লামেন্ট সদস্য এসে এই তথ্য জানিয়েছেন।”

    তবে তিনি জানান, বৈঠকের সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। “যদি সময় ও সূচি মিলে যায়, তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হতে পারে,” বলেন তিনি।

    এর আগে স্থানীয় সময় সকাল ৭টায় চার দিনের রাষ্ট্রীয় সফরে লন্ডনের হিথরো বিমানবন্দরে পৌঁছান ড. ইউনূস। সেখান থেকে তিনি সরাসরি ডরচেস্টার হোটেলে যান। সফরের প্রথম দিনেই ড. ইউনূস বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। দুপুর ১২টায় এয়ারবাস কোম্পানির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ওয়াউটার ভ্যান ওয়র্শ এর সঙ্গে বৈঠক করেন তিনি।

    এরপর দুপুর সাড়ে ১২টায় স্কটল্যান্ডভিত্তিক গ্রাউন্ড হ্যান্ডলিং কোম্পানি মেনজিস এভিয়েশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট চার্লস ওয়াইলির সঙ্গে বৈঠক হয়।

    বেলা ২টায় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুপা হক, আপসানা বেগমসহ অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের কয়েকজন সদস্যের সঙ্গে আলোচনা করেন ড. ইউনূস। সেখানে তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন এবং ইউনূস সেগুলোর উত্তর দেন।

    পরে বিকেলে কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল শার্লি আয়োরকর বচওয়ের সঙ্গে এক বৈঠকে মিলিত হন তিনি।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন