সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • এসি চালিয়েও ঘামছেন? কোন তাপমাত্রায় মিলবে সত্যিকারের স্বস্তি

    এসি চালিয়েও ঘামছেন? কোন তাপমাত্রায় মিলবে সত্যিকারের স্বস্তি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রচণ্ড গরমে এসিই যেন শেষ ভরসা। কিন্তু অনেকেই আছেন, যারা এসি চালিয়েও ঘেমে যাচ্ছেন—ঘরেও মিলছে না কাঙ্ক্ষিত শীতলতা। এর অন্যতম কারণ হতে পারে এসির তাপমাত্রা সঠিকভাবে সেট না করা।

    বিশেষজ্ঞদের মতে, এসি চালানোর জন্য সবচেয়ে কার্যকর ও সাশ্রয়ী তাপমাত্রা হলো ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস। এই পরিসরে তাপমাত্রা রাখলে ঘর ঠান্ডা থাকে, বিদ্যুৎ বিলও বাড়ে না।

    অনেকের মনে প্রশ্ন জাগে, ২৬ ডিগ্রিতে কি আর ঠান্ডা লাগে? এ ক্ষেত্রে পরামর্শ হচ্ছে—এসির সঙ্গে ফ্যানও চালান কিছুক্ষণ। এতে ঠান্ডা বাতাস ঘরে ছড়িয়ে পড়ে এবং এসির উপর অতিরিক্ত চাপ পড়ে না।

    নিয়মিত পরিষ্কার করুন এসি ফিল্টার
    প্রতি ১০–১৫ দিনে একবার এয়ার ফিল্টার পরিষ্কার করা জরুরি।

    ফিল্টারে ধুলা জমলে কুলিং কমে যায়, ফলে এসিকে বেশি সময় চালাতে হয় এবং বিল বাড়ে।

    ব্যবহার করুন ইকো মোড
    প্রায় সব এসিতে এখন Eco Mode রয়েছে।

    এই মোড অন করলে এসি কম শক্তি ব্যবহার করে কার্যকরভাবে ঘর ঠান্ডা করে।

    অনেকে এই অপশনটি থাকলেও ব্যবহার করেন না, অথচ এটি বিদ্যুৎ সাশ্রয়ে বেশ কার্যকর।

    সূর্যর আলো পড়া ঘরে কী করবেন?
    সরাসরি সূর্যর আলো পড়লে ঘর ঠান্ডা হতে সময় বেশি লাগে।

    এক্ষেত্রে প্রথম ১০–১৫ মিনিট ২২ বা ২৩ ডিগ্রিতে এসি চালিয়ে, পরে তা বাড়িয়ে ২৪–২৫ ডিগ্রিতে আনলে কার্যকর ফল মিলবে।

    ঘরের জানালায় পর্দা ব্যবহার বা জানালায় রিফ্লেকটিভ ফিল্ম লাগিয়ে তাপ কিছুটা নিয়ন্ত্রণ করা যায়।

    সংক্ষিপ্ত টিপস:
    এসির সঙ্গে ফ্যান চালান

    দুপুরে ঘরের জানালা ঢেকে রাখুন

    এসি বন্ধ না করে তাপমাত্রা সামঞ্জস্য করুন

    Eco mode ব্যবহার করুন

    নিয়মিত সার্ভিসিং করান

    সঠিক ব্যবহার ও যত্নে এসি কেবল স্বস্তিই দেবে না, বিদ্যুৎ বিলও থাকবে নিয়ন্ত্রণে। গরমে আর ঘাম নয়—স্মার্ট তাপমাত্রাই হোক শান্তির চাবিকাঠি!


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন