সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • ৯৯ শতাংশ শ্রমিক পেলেন বেতন-বোনাস, গা ঢাকা তিন গার্মেন্টস মালিক

    ৯৯ শতাংশ শ্রমিক পেলেন বেতন-বোনাস, গা ঢাকা তিন গার্মেন্টস মালিক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঈদুল আজহাকে সামনে রেখে তৈরি পোশাক খাতে কর্মরত ৯৯ দশমিক ৯০ শতাংশ শ্রমিক ঈদ বোনাস এবং ৯৯ দশমিক ৬৭ শতাংশ শ্রমিক মে মাসের বেতন পেয়েছেন। তবে, এখনও কয়েকটি কারখানায় বেতন-বোনাস বকেয়া রয়েছে। এর মধ্যে তিনটি কারখানার মালিক গা ঢাকা দিয়েছেন, বলে জানিয়েছে বিজিএমইএ।

    বুধবার (৫ জুন) তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ-র প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, সংগঠনের আওতাধীন ২ হাজার ৯২টি সক্রিয় কারখানার সবগুলোই বর্তমানে খোলা রয়েছে।

    পরিসংখ্যান অনুযায়ী, সংগঠনের আওতাধীন সক্রিয় ২ হাজার ৯২টি কারখানার সবগুলোই খোলা রয়েছে। এর মধ্যে মে মাসের বেতন পরিশোধ করেছে ২ হাজার ৮৫টি, যা মোটের ৯৯ দশমিক ৬৭ শতাংশ। আর ঈদ বোনাস দিয়েছে ২ হাজার ৯০টি কারখানা, অর্থাৎ ৯৯ শতাংশ।

    তথ্য অনুযায়ী, সাভারের হেমায়েতপুরে অবস্থিত বসুন্ধরা গার্মেন্টস লিমিটেড, গাজীপুরের টঙ্গীতে সিজনস ড্রেসেস লিমিটেড এবং একই এলাকার টারাটেক্স ফ্যাশন লিমিটেড-এ মে মাসের বেতন ও ঈদ বোনাস বাকি রয়েছে। এ তিনটি কারখানার মালিকই পলাতক বলে বিজিএমইএ সূত্র জানিয়েছে।

    এ ছাড়া আশুলিয়ার সেইন অ্যাপারেলস লিমিটেড লে-অফ ঘোষণা করেছে, তবে শ্রমিকেরা এখনও লে-অফ বেনিফিট পাননি। নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের আরও কয়েকটি কারখানায় বেতন আংশিক পরিশোধ হয়েছে।

    ঈদ উপলক্ষ্যে ঢাকার কারখানাগুলো থেকে শ্রমিকেরা ইতিমধ্যে ছুটিতে বাড়ি ফিরতে শুরু করেছেন। আজকের (৫ জুন) হিসাব অনুযায়ী, ৫১ শতাংশ শ্রমিক আজ ছুটি নিয়েছেন। এর আগে ৩ জুন ৯ শতাংশ এবং ৪ জুন ৪২ শতাংশ শ্রমিক ছুটি নিয়েছেন বলেও জানা গেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ