সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • ভারতীয় ‘পুশ ইন’ বন্ধে আবারও দিল্লিকে চিঠি দেবে বাংলাদেশ

    ভারতীয় ‘পুশ ইন’ বন্ধে আবারও দিল্লিকে চিঠি দেবে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ বা ‘পুশ ইন’ কার্যক্রম অব্যাহত রেখেছে ভারত। এ বিষয়ে উদ্বেগ জানিয়ে ভারত সরকারকে আজ অথবা আগামীকাল (বুধবার) ফের চিঠি দেবে বাংলাদেশ। একই সঙ্গে এই সমস্যার টেকসই সমাধানে দুই দেশের মধ্যে কনস্যুলার পর্যায়ে আলোচনার প্রস্তাবও জানিয়েছে ঢাকা।

    মঙ্গলবার (৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

    তিনি বলেন, পুশ ইন হচ্ছে, একে পুরোপুরি ঠেকানো আমাদের পক্ষে ফিজিক্যালি সম্ভব নয়। আমরা ইতোমধ্যে একাধিকবার বিষয়টি নিয়ে ভারতীয় কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। আবারও একটি চিঠি পাঠানো হবে।

    তৌহিদ হোসেন বলেন, আমরা চাই, কোনো ব্যক্তি যদি অবৈধভাবে ভারতে থাকে, তবে সেটি চিহ্নিত করে কনস্যুলার প্রক্রিয়ার মাধ্যমে নিয়ম মেনে ফেরত পাঠানো হোক। এখন যেটা হচ্ছে, তা নিয়ম বহির্ভূত। দুই পক্ষের মধ্যে কিছু মতপার্থক্য আছে। তবে আমরা কনস্যুলার ডায়লগ ব্যবস্থার মাধ্যমে একটি কাঠামোগত সমাধানে যেতে চাই।

    তিনি জানান, ভারতের দাবি অনুযায়ী, কিছু বাংলাদেশি দীর্ঘদিন ধরে অবৈধভাবে সেখানে বসবাস করছে এবং বাংলাদেশ যথাযথভাবে যাচাই না করায় সমস্যার সৃষ্টি হচ্ছে। তবে বাংলাদেশ বলছে, তাদের তালিকা অনুযায়ী বহু ব্যক্তিকে ইতোমধ্যে দেশে ফেরত নেওয়া হয়েছে।

    পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভারত থেকে ‘পুশ ইন’ বন্ধে এখন পর্যন্ত পাঁচবার চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। এবারের চিঠিটি হবে ষষ্ঠ। এতে নতুন করে কিছু প্রস্তাব ও কনস্যুলার আলোচনা সক্রিয় করার আহ্বান থাকবে।

    গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত কয়েক বছরে দুই হাজারেরও বেশি মানুষকে ভারত বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে। ভারতীয় কর্তৃপক্ষের দাবি, তারা অবৈধ অনুপ্রবেশকারী। তবে বাংলাদেশ বলছে, তাদের সঠিক পরিচয় যাচাই না করেই সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হচ্ছে, যা আন্তর্জাতিক রীতিনীতির পরিপন্থী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন