সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • বাজেটে কাঙ্ক্ষিত নতুন বন্দোবস্তের প্রতিফলন নেই: নাহিদ ইসলাম

    বাজেটে কাঙ্ক্ষিত নতুন বন্দোবস্তের প্রতিফলন নেই: নাহিদ ইসলাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বাস্তবভিত্তিক হলেও এতে কাঙ্ক্ষিত নতুন বন্দোবস্ত বা অর্থনৈতিক রূপান্তরের দিকটি স্পষ্ট নয়।

    মঙ্গলবার (৩ জুন) বিকেলে রাজধানীর বাংলামোটরের অস্থায়ী কার্যালয়ে বাজেট নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বর্তমান অর্থনৈতিক সমস্যাগুলো বাজেটে বিবেচনায় নেওয়া হলেও বৈষম্যহীন সমাজ গঠনের যে ভিশন আমরা চাই, তা অনুপস্থিত।”

    নাহিদ বলেন, ঋণনির্ভর ও লুটপাটমুখী অর্থনৈতিক কাঠামোর মধ্যে থেকেই বাজেট প্রণয়ন করা হয়েছে, ফলে এতে কর্মসংস্থান বা বেকারত্ব হ্রাসের বাস্তব সম্ভাবনা নেই। তিনি আরও উল্লেখ করেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বাজেট অর্ধেক কমিয়ে আনা হয়েছে, যা প্রবাসীদের প্রতি সরকারের গুরুত্বহীনতার পরিচয় বহন করে।

    ছোট ও মাঝারি উদ্যোক্তাদের জন্য প্রত্যাশিত প্রণোদনা না থাকা, ই-কমার্স ও ডিজিটাল লেনদেনে কর বৃদ্ধির সমালোচনা করে তিনি বলেন, “এটা ডিজিটাল অর্থনীতির জন্য নেতিবাচক বার্তা।”

    তিনি কালো টাকা সাদা করার সুযোগের বিরোধিতা করে বলেন, “রেজিম পরিবর্তনের পর এমন সুবিধা কার্যকরভাবে সফল হবে না। বরং এটি বন্ধ করাই উচিত।”

    তবে তিনি শহীদ ও আহতদের পরিবারের জন্য ৪০৫ কোটি টাকা বরাদ্দকে স্বাগত জানান এবং এই অর্থ যথাযথভাবে ব্যয়ের ওপর গুরুত্বারোপ করেন।

    সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন