সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • যুক্তরাষ্ট্রের ১১০ পণ্যে শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের ঘোষণা

    যুক্তরাষ্ট্রের ১১০ পণ্যে শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের ঘোষণা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বক্তব্যে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আমদানি পণ্যের শুল্ক ও করহার ধাপে ধাপে হ্রাস করা হবে। সেইসঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সংলাপের প্রস্তুতির অংশ হিসেবে ১১০টি পণ্যের ওপর আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাবও তুলে ধরা হয়েছে।

    সোমবার (২ জুন) বাজেট বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন, "আমরা ১১০টি পণ্যের আমদানি শুল্ক পুরোপুরি প্রত্যাহার করতে যাচ্ছি। পাশাপাশি ৬৫টি পণ্যের শুল্ক হার হ্রাস, ৯টি পণ্যের সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার এবং ৪৪২টি পণ্যের সম্পূরক শুল্ক হ্রাসের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।"

    এছাড়া বর্তমানে বলবৎ থাকা ন্যূনতম এবং ট্যারিফ মূল্য ধাপে ধাপে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে ৮৪টি পণ্যের ন্যূনতম মূল্য প্রত্যাহার এবং ২৩টি পণ্যের ন্যূনতম মূল্য বাড়িয়ে শুল্ক মূল্য যৌক্তিক করার প্রস্তাব দেওয়া হয়েছে।

    অর্থ উপদেষ্টা জানান, "দেশের বাণিজ্য পরিবেশ উন্নয়ন এবং বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই এসব সংস্কার প্রস্তাব করা হয়েছে।"

    এবারের বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা গত অর্থবছরের তুলনায় ৭ হাজার কোটি টাকা কম। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বাজেটের আকার হ্রাস পাওয়ার ঘটনা।

    প্রসঙ্গত, রাজনৈতিক সরকারের অনুপস্থিতি এবং জাতীয় সংসদ কার্যকর না থাকায় বাজেটটি সরাসরি সংসদে উপস্থাপন করা হয়নি। তবে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে জাতির সামনে বাজেট বক্তব্য উপস্থাপন করা হয়।


    এন কে/বিএইচ/বা জা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ