সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • জুলাই চার্টার দ্রুত প্রকাশের প্রত্যাশা প্রধান উপদেষ্টার: প্রেস সচিব

    জুলাই চার্টার দ্রুত প্রকাশের প্রত্যাশা প্রধান উপদেষ্টার: প্রেস সচিব
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম পর্যায়ের বৈঠকের সমাপ্তি ঘোষণা করে দ্রুত ‘জুলাই চার্টার’ প্রকাশের আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২ জুন) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপের সময় সাংবাদিকদের এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    তিনি বলেন, “প্রধান উপদেষ্টা তার চার মিনিটের বক্তব্যে প্রথম পর্যায়ের আলোচনা শেষ এবং দ্বিতীয় পর্যায়ের সূচনা ঘোষণা করেছেন। তিনি আশাবাদী, খুব শিগগিরই ‘জুলাই চার্টার’ গৃহীত ও প্রকাশিত হবে।”

    বৈঠকে ২৮টি রাজনৈতিক দলের প্রায় সবাই উপস্থিত হয়েছেন জানিয়ে প্রেস সচিব বলেন, “সবার অংশগ্রহণকে প্রধান উপদেষ্টা আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন। এই সংলাপ দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

    তিনি আরও জানান, আগামী দিনগুলোতে আরও একটি বৈঠক অনুষ্ঠিত হতে পারে। সেখানে একাধিক দলের প্রতিনিধিদের একত্রে বসানো হতে পারে, যেখানে বিভিন্ন দলের একজন করে প্রতিনিধি নিয়ে সম্মিলিত আলোচনা হবে।

    তিনি বলেন, “যেসব ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ রয়েছে, সেসব বিষয়ে এখন গভীরতর আলোচনা চলবে।”

    প্রেস সচিবের মতে, নতুন বাংলাদেশ গড়ার যে আশা ও প্রত্যাশা জুলাই অভ্যুত্থানের পর সামনে এসেছে, ‘জুলাই চার্টার’ সেই পথনির্দেশনা হিসেবেই কাজ করবে।

    এই চার্টারের মাধ্যমে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা নির্ধারণের কাজ সহজতর হবে বলে আশা করা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন