সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • ২১ জুন ঢাকায় জনসভার অনুমতি চেয়ে ডিএমপিতে জামায়াতের আবেদন

    ২১ জুন ঢাকায় জনসভার অনুমতি চেয়ে ডিএমপিতে জামায়াতের আবেদন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানী ঢাকায় প্রথমবারের মতো বড় পরিসরে জনসভা করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ২১ জুন (শনিবার) সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ আয়োজনের লক্ষ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে দলটি।

    শনিবার (৩১ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

    তিনি জানান, “সোহরাওয়ার্দী উদ্যানে ২১ জুন জনসভা করার জন্য ডিএমপির অনুমতি চাওয়া হয়েছে। এই জনসভায় জামায়াতের শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকবেন এবং সমমনা রাজনৈতিক দলের নেতাদেরও আমন্ত্রণ জানানো হবে।”

    তিনি আরও বলেন, “সমাবেশ আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। উদ্যানের অনুমতি পাওয়ার ওপর নির্ভর করছে সবকিছু। বিস্তারিত পরে জানানো হবে।”

    উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করে ভারতে আশ্রয় নেন। এর পর ঢাকায় বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল একাধিক সমাবেশ করলেও জামায়াতকে বড় কোনো জনসভায় দেখা যায়নি। তবে কারাবন্দি অবস্থায় দলটির সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে পল্টনে একটি সমাবেশ করেছিল দলটি।

    সম্প্রতি মানবতাবিরোধী অপরাধের মামলায় আপিল বিভাগ থেকে খালাস পেয়ে মুক্তি পান এ টি এম আজহারুল ইসলাম। এরপর শাহবাগ মোড়ে তাঁকে সংবর্ধনা জানিয়ে তাৎক্ষণিক সমাবেশের আয়োজন করে জামায়াত। এই প্রেক্ষাপটেই এবার বড় আকারে জনসভা করতে যাচ্ছে দলটি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন