সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • নারীর নিরাপত্তাই যাদের কনসার্ন, এ প্রত্যেকটা ঘটনায় অ্যাড্রেস করার কথা: সাদিক কায়েম

    নারীর নিরাপত্তাই যাদের কনসার্ন, এ প্রত্যেকটা ঘটনায় অ্যাড্রেস করার কথা: সাদিক কায়েম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফরিদপুরের নগরকান্দায় ইভটিজিংয়ের প্রতিবাদে এক ছাত্রীকে মারধর ও আদাবরে এক নারীকে হুমকি এবং দুই ছাত্রীকে হল ছাড়ার নির্দেশ ও হুমকি দেয়ায় ছাত্রদল বিএনপির বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করেছে ছাত্রশিবিরের নেতা সাদিক কায়েম।  

    নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক ভিডিও বার্তার ক্যাপশনে শুক্রবার (৩০ মে) দিবাগত রাতে সাদিক কায়েম এ মন্তব্য করেন।

    সাদিক কায়েম ক্যাপশনে লেখেন, ফরিদপুরের নগরকান্দায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বৈশাখি নামের এক ছাত্রীকে রাস্তাতে ফেলে মারধর করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। আদাবর থানায় এক নারীকে প্রকাশ্যে জিন্দেগি বরবাদ করে দেয়ার হুমকি দিয়েছে বিএনপির এক নেতা। শেকৃবিতে ছাত্রদলের প্রোগ্রাম না করায় দুই ছাত্রীকে জোরপূর্বক হল ছাড়ার নির্দেশ ও হুমকি দিয়েছে ছাত্রদল নেত্রী। এ সবকটা ঘটনা শুধু আজকের। জাস্ট জুমাবারের।

    সাদিক কায়েম আরও লেখেন, নারীর নিরাপত্তাই যাদের কনসার্ন, এ প্রত্যেকটা ঘটনায় অ্যাড্রেস করার কথা ছিল। তা না করে কেবল সিলেক্টিভ কেইসকে কেন্দ্র করে ছাত্রশিবিরের বিরুদ্ধে মব ক্রিয়েট করা এ কথাই স্পষ্ট করে ‘নারীর নিরাপত্তা’ নয়; বরং রাজনৈতিক স্বার্থ আপনাদের কাছে মুখ্য। 

    ছাত্রশিবিরের কেন্দ্রীয় এ প্রকাশনা সম্পাদক লেখেন, আমরা দেখেছি কুয়েটে, তিতুমীর কলেজে, সোহরাওয়ার্দী কলেজ, গ্রাফিক্স আর্ট কলেজ, কক্সবাজার পলিটেকনিক, ঢাকা পলিটেকনিক, শ্রীপুর কলেজ, তামিরুল মিল্লাতসহ দেশের বিভিন্ন শিক্ষাঙ্গনে ছাত্রদল অব্যাহত সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে। তার ধারাবাহিকতায় আজ শেকৃবিতে দলীয় প্রোগ্রামে না যাওয়ায় নিষিদ্ধ ছাত্রলীগীয় কায়দায় দুই ছাত্রীকে হল ছাড়ার হুমকি দিয়েছে।

    সবশেষে ছাত্রশিবিরেরে এ নেতা লেখেন, ক্ষমতায় না আসতেই যারা নব্য ফ্যাসিস্ট হওয়ার পায়তারা করছে আপনাদের পরিণতি ভালো হবে না। জান-জীবনের ওপর কারও জোরপূর্বক নিয়ন্ত্রণ বরদাশত করা হবে না।       


    দৈএনকে/ মেলোরী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন