সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • বাংলাদেশ-জাপান ছয়টি সমঝোতা স্মারকে স্বাক্ষর: জ্বালানি, প্রযুক্তি ও বিনিয়োগে জোর

    বাংলাদেশ-জাপান ছয়টি সমঝোতা স্মারকে স্বাক্ষর: জ্বালানি, প্রযুক্তি ও বিনিয়োগে জোর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনীতি, প্রযুক্তি ও বিনিয়োগ খাতে ছয়টি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার (৩০ মে) টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে এই চুক্তিগুলো সম্পাদিত হয়।

    প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে জানানো হয়, এই চুক্তিগুলোর মাধ্যমে দুই দেশের মধ্যে ব্যবসা, প্রযুক্তি, জ্বালানি এবং বিনিয়োগ খাতে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হলো।

    স্বাক্ষরিত সমঝোতা স্মারকগুলো সংক্ষেপে:

    ১. জ্বালানি খাতে সহযোগিতা
    জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন (JBIC) এবং বাংলাদেশের জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মধ্যে জ্বালানি প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা জোরদারে চুক্তি।

    ২. গ্যাস মিটার প্রকল্প
    জাপানের ওনোডা ইনকর্পোরেটেড এবং বাংলাদেশ এসইজেড লিমিটেডের মধ্যে বিএসইজেডে গ্যাস মিটার উৎপাদন, ইনস্টলেশন ও রক্ষণাবেক্ষণের জন্য জমি লিজ চুক্তি।

    ৩. গার্মেন্টস আনুষঙ্গিক শিল্পে বিনিয়োগ
    ন্যাক্সিস কোম্পানি ও বিএসইজেড-এর মধ্যে সাবলিজ চুক্তি। পোশাকখাতে আনুষঙ্গিক পণ্যের কারখানা স্থাপন করবে ন্যাক্সিস।

    ৪. ইভি যানবাহন উৎপাদন
    গ্লাফিট ও মুসাশি সেইমিৎসু ইন্ডাস্ট্রিজ যৌথভাবে ব্যাটারিচালিত বাইসাইকেল ও ইলেকট্রিক মোটরসাইকেল তৈরিতে বিডা-র সহায়তায় বিনিয়োগ করবে।

    ৫. তথ্য নিরাপত্তা প্রযুক্তি
    সাইফার কোং লিমিটেড বাংলাদেশে ২০ মিলিয়ন ডলার বিনিয়োগে তথ্য নিরাপত্তাবিষয়ক জাতীয় পাইলট প্রকল্প বাস্তবায়ন করবে, যা কোয়ান্টাম-রেজিলিয়েন্ট ডিজিটাল অর্থনীতির ভিত্তি গড়বে।

    ৬. একীভূত সেবা প্ল্যাটফর্ম (ISWP)
    জাইকা ও বিডা-র মধ্যে চুক্তি, যা বিভিন্ন বিনিয়োগ প্রচার সংস্থার ওয়ান-স্টপ সেবা একত্রিকরণে প্রযুক্তিগত সহায়তা দেবে।

    প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, “এই চুক্তিগুলো কেবল শুরু। এখন আমাদের কাজ এগুলো বাস্তবায়ন করা। আমি অনুপ্রাণিত—একটি নতুন বাংলাদেশ গড়ার পথে এই অংশীদারত্ব বড় সহায়ক হবে।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন