সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • ফোনের গতি বাড়াতে জেনে নিন ৫টি গুরুত্বপূর্ণ কৌশল

    ফোনের গতি বাড়াতে জেনে নিন ৫টি গুরুত্বপূর্ণ কৌশল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যে ৫টি কৌশলে ফোনের গতি বাড়াতে পারবেন
    আপনার স্মার্টফোন কি আগের মতো দ্রুত কাজ করছে না? অ্যাপ চালু হতে সময় নেয়, স্ক্রল করতে করতেই বিরক্ত লাগছে? চিন্তার কিছু নেই। কয়েকটি সহজ কৌশল অনুসরণ করলেই ফোন আবার আগের মতো দ্রুত চলবে।

    ১. অপ্রয়োজনীয় অ্যাপ এবং ফাইল মুছে ফেলুন
    সময় যতই যাচ্ছে, ফোনে জমে যাচ্ছে অপ্রয়োজনীয় অ্যাপ, মিডিয়া ও ফাইল। এগুলো শুধু স্টোরেজ খায় না, ব্যাকগ্রাউন্ডে র‍্যামও ব্যবহার করে। আপনি যেসব অ্যাপ মাসের পর মাস ব্যবহার করছেন না, সেগুলো সরিয়ে ফেলুন।

    ২. অটো-সিঙ্ক ও ব্যাকগ্রাউন্ড অ্যাকটিভিটি বন্ধ করুন
    অনেক অ্যাপ সব সময় ব্যাকগ্রাউন্ডে ডেটা সিঙ্ক করে চলে, যেমন: ইমেইল, ক্লাউড স্টোরেজ, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপ। প্রয়োজন ছাড়া এসবের auto-sync বা background data usage বন্ধ করে দিন। এতে ফোন অনেকটা হালকা বোধ করবে।

    ৩. লাইভ ওয়ালপেপার ও অ্যানিমেশন কমান
    আকর্ষণীয় হলেও লাইভ ওয়ালপেপার ও অতিরিক্ত অ্যানিমেশন ফোনের প্রসেসরকে ব্যস্ত রাখে। Settings > Display > Motion or Animation এ গিয়ে এসব কমিয়ে দিন। এতে ইউজার ইন্টারফেস আরও স্মুদ লাগবে।

    ৪. ক্যাশ মেমোরি ক্লিয়ার করুন
    প্রতিদিন অ্যাপ ব্যবহারের ফলে প্রচুর cache files জমে যায়, যা ফোন ধীর করে দিতে পারে। Settings > Storage > Cached data বা প্রতিটি অ্যাপের মধ্য থেকে ক্যাশ ক্লিয়ার করে দিন নিয়মিত।

    ৫. ফার্মওয়্যার ও অ্যাপ আপডেট রাখুন
    ফোনের সফটওয়্যার ও অ্যাপ যদি পুরনো থাকে, তবে পারফরম্যান্সে প্রভাব পড়তে পারে। নির্মাতা প্রতিষ্ঠানরা প্রায়ই বাগ ফিক্স, স্পিড উন্নয়ন এবং নিরাপত্তা আপডেট ছাড়ে। তাই সব সময় latest version ব্যবহার করুন।

     বোনাস টিপস:

    প্রয়োজন হলে factory reset করে একেবারে ফ্রেশ শুরু করা যায়। তবে আগে ব্যাকআপ রাখতে ভুলবেন না।

    খুব পুরনো ফোন হলে lightweight launcher ব্যবহার করে দেখুন, যেমন: Nova Launcher বা Microsoft Launcher।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন