সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • মধুচন্দ্রিমা হোক স্বপ্নের মতো: এই ছয় গন্তব্যে কাটুক জীবনের সেরা সময়

    মধুচন্দ্রিমা হোক স্বপ্নের মতো: এই ছয় গন্তব্যে কাটুক জীবনের সেরা সময়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বৈশাখের শুরুতে বিয়ের মৌসুম জমে উঠেছে। সেইসঙ্গে নতুন দম্পতিরা এখন ব্যস্ত হানিমুনের পরিকল্পনায়। হাঁসফাঁস গরমে শহরের কোলাহল থেকে দূরে কোথাও নিরিবিলি ও মনোরম পরিবেশে কাটাতে চান একান্ত সময়। কোথায় গেলে হানিমুন হয়ে উঠবে আরও রোমাঞ্চকর ও স্মরণীয়? জেনে নিন এমন ছয়টি গন্তব্যের কথা—যেখানে আপনি আর আপনার জীবনসঙ্গী কাটাতে পারেন একান্ত, ভালোবাসায় ভরা মুহূর্ত।

    আন্দামান ও নিকোবর: নীল জল আর নির্জনতায় প্রেমের ছোঁয়া
    যারা নির্জনতা আর প্রকৃতির নিঃসঙ্গ রূপ ভালোবাসেন, তাদের জন্য আদর্শ গন্তব্য আন্দামান ও নিকোবর। এখানে স্কুবা ডাইভিং, কায়াকিং, স্নরকেলিংয়ের পাশাপাশি সময় কাটাতে পারেন পোর্ট ব্লেয়ার, হ্যাভলক আইল্যান্ড, রাধানগর ও এলিফ্যান্ট বিচে।
    প্রতিদিনের আনুমানিক খরচ: ১৫–২৫ হাজার টাকা (দুজনের)

    কুর্গ: ভারতের স্কটল্যান্ডে রোমান্টিক ছুটি
    দক্ষিণ ভারতের কর্নাটকে অবস্থিত কুর্গ—জঙ্গল, পাহাড় আর ঝরনায় ঘেরা এক স্বপ্নিল প্রান্তর। এখানে আলো-আঁধারি পরিবেশ, কুয়াশা-মাখা সকাল আর চা-বাগানের সৌন্দর্য আপনাদের সম্পর্ককে করবে আরও গভীর।
    প্রতিদিনের আনুমানিক খরচ: ২০–২৫ হাজার টাকা (দুজনের)

    লাদাখ: প্রেম ও পাহাড়ের পারফেক্ট কম্বিনেশন
    উঁচু পর্বত, হিমশীতল হাওয়া আর শান্ত প্রকৃতির খোঁজে যারা বেরিয়ে পড়তে চান, তাদের জন্য লাদাখ উপযুক্ত গন্তব্য। প্যাংগং লেক, নুবরা ভ্যালি, শান্তি স্তূপ কিংবা লেহ প্যালেস—সবকিছুতেই রয়েছে প্রেমময় নির্জনতা।
    প্রতিদিনের আনুমানিক খরচ: ১৫–২০ হাজার টাকা (দুজনের)

    উটি: পাহাড়ি শহরে প্রেমের রঙ ছড়িয়ে দিন
    তামিলনাড়ুর এই মনোরম শহর প্রকৃতিপ্রেমীদের কাছে স্বর্গ। টয়ট্রেন, বোটানিক্যাল গার্ডেন কিংবা দোদাবেতা পিক—প্রতিটি স্থানেই রয়েছে আলাদা অনুভবের ছোঁয়া।
    প্রতিদিনের আনুমানিক খরচ: ১৮–২৫ হাজার টাকা (দুজনের)

    নৈনিতাল: হ্রদের শহরে হৃদয়ের কথা
    উত্তরাখণ্ডের নৈনিতাল যেন হানিমুনের জন্য এক নিখুঁত শহর। এখানকার শান্ত হ্রদ, পাহাড়ি রাস্তা আর শীতল আবহাওয়া আপনাদের স্মৃতিকে করে তুলবে আরও রঙিন।
    প্রতিদিনের আনুমানিক খরচ: ১০–১৫ হাজার টাকা (দুজনের)

    ওয়ানড়: কেরলের বুকে অফবিট রোমান্স
    প্রকৃতির মাঝে নির্জন এক হানিমুন কাটাতে চাইলে চলে যান ওয়ানড়ে। চেম্ব্রা পিক, ওয়েনাড় বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র আর এদাকাল গুহার মতো দর্শনীয় স্থান আপনাদের ভ্রমণকে করে তুলবে অনন্য।
    প্রতিদিনের আনুমানিক খরচ: ১২–১৭ হাজার টাকা (দুজনের)

    হানিমুন মানেই শুধু ভ্রমণ নয়, এটি একসঙ্গে জীবনের নতুন পথচলা শুরু করার সময়। তাই জায়গা বেছে নিন বুঝে-শুনে। আবহাওয়া, বাজেট ও পছন্দের মিলেই তৈরি হোক এক অনন্য হানিমুন অভিজ্ঞতা—যা স্মৃতির খাতায় থেকে যাবে সারাজীবন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ