সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • ইজির আউটলেটে যাচ্ছেন না বিদ্যা সিনা মিম, উঠছে নানা প্রশ্ন

    ইজির আউটলেটে যাচ্ছেন না বিদ্যা সিনা মিম, উঠছে নানা প্রশ্ন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জনপ্রিয় অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনা মিম হঠাৎ করেই বাতিল করেছেন তার পূর্বঘোষিত একটি অনুষ্ঠান। আজ (২৪ মে) রাজধানীর মিরপুরে ইজি ফ্যাশনের একটি আউটলেটে উপস্থিত হওয়ার কথা ছিল তার। কিন্তু ব্যক্তিগত অনিবার্য কারণ দেখিয়ে শেষ মুহূর্তে তিনি উপস্থিত হতে পারেননি।

    আজ বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে মিম লেখেন: “সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজ আপনাদের সাথে আমার দেখা করার কথা ছিলো মিরপুরে। কিন্তু ব্যক্তিগত অনিবার্য কারণে আজ আসতে পারছিনা।”

    এর আগে, গত ২৩ মে একটি স্ট্যাটাসের মাধ্যমে তিনি জানান যে ২৪ মে তিনি ইজি ফ্যাশনের মিরপুর আউটলেটে অংশ নেবেন একটি অনুষ্ঠানে, যা প্রতিষ্ঠানটির ব্র্যান্ড প্রচারণার অংশ ছিল।

    তবে বিষয়টি ঘিরে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে, কারণ সম্প্রতি ইজি ফ্যাশনের কর্ণধারদের বিরুদ্ধে উঠেছে একাধিক গুরুতর অভিযোগ। গণমাধ্যম সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে জালিয়াতি, জমি দখল এবং শ্রমিক হত্যার অভিযোগ রয়েছে।

    এই পরিস্থিতিতে মিমের অনুষ্ঠান বাতিল করা নিয়ে আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই ধারণা করছেন, ইজি ফ্যাশন ঘিরে বিতর্কিত পরিস্থিতি হয়তো তার সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। যদিও মিম তার স্ট্যাটাসে এসব বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি।


    একটি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, প্রতিষ্ঠানটি শ্রমিকদের ন্যায্য অধিকার হরণ করছে এবং একাধিক ক্ষেত্রে নির্যাতনের অভিযোগ রয়েছে। জমি দখল সংক্রান্ত বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত চলছে বলে জানা গেছে। একটি মামলায় প্রতিষ্ঠানটির এক কর্ণধারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

    একজন জনপ্রিয় তারকার ব্র্যান্ড ইভেন্ট বাতিল করা সাধারণ ঘটনা হলেও, বিদ্যা সিনা মিমের এই সিদ্ধান্ত হয়তো তার পেশাগত সতর্কতারই অংশ। যাতে তিনি কোনো ধরনের বিতর্কের অংশ না হন।

    সামাজিক দায়বদ্ধতা ও ব্যক্তিগত ভাবমূর্তি রক্ষার জন্য তার এই পদক্ষেপকে অনেকেই ইতিবাচকভাবে দেখছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন