সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • আসিফ ও মাহফুজের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই: আহ্বায়ক নাহিদ

    আসিফ ও মাহফুজের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই: আহ্বায়ক নাহিদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর আহ্বায়ক নাহিদ ইসলাম স্পষ্ট করেছেন, অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সঙ্গে এনসিপির কোনো সাংগঠনিক বা রাজনৈতিক সম্পর্ক নেই।

    শনিবার (২৪ মে) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ বক্তব্য দেন।

    নাহিদ ইসলাম বলেন, “আসিফ ও মাহফুজ গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সরকারে গিয়েছিলেন। আমিও তখন তাদের সঙ্গে ছিলাম। তবে তারা যদি এখন রাজনীতিতে সক্রিয় হতে বা নির্বাচনে অংশ নিতে চান, তবে সরকারে থেকে তা সম্ভব নয়। সেক্ষেত্রে তাদের আলাদা সিদ্ধান্ত নিতে হবে।”

    তিনি আরও অভিযোগ করেন, “যাদের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই, তাদেরকে আমাদের সঙ্গে জুড়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার চালানো হচ্ছে। এতে তাদের ব্যক্তিগত ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে।”

    নাহিদ আশাবাদ ব্যক্ত করেন, গণঅভ্যুত্থানের বৈধতা ও লক্ষ্য বাস্তবায়নে ছাত্র উপদেষ্টাসহ সরকারের সব উপদেষ্টা একত্রে কাজ করবেন।

    সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ