সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • নতুন রূপে অ্যান্ড্রয়েড: বেটা ভার্সনে মিলছে এক্সপ্রেসিভ ডিজাইন

    নতুন রূপে অ্যান্ড্রয়েড: বেটা ভার্সনে মিলছে এক্সপ্রেসিভ ডিজাইন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অ্যান্ড্রয়েড ১৬ নিয়ে অনেকদিন ধরেই নানা আলোচনা চলছিল, বিশেষ করে তাদের নতুন রঙিন ইন্টারফেস নিয়ে। অবশেষে সেই জল্পনা সত্যি হলো। বছরের মাঝামাঝি সময়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা কিউপিআর ১ বেটা সংস্করণের মাধ্যমে পেতে চলেছেন 'ম্যাটেরিয়াল ৩ এক্সপ্রেসিভ' ইন্টারফেস, যা আরও রঙিন ও আকর্ষণীয় ইউজার এক্সপেরিয়েন্সের প্রতিশ্রুতি দিচ্ছে।

    অ্যান্ড্রয়েড ১৬ নিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল নানা জল্পনা-কল্পনা। বিশেষ করে নতুন ইউজার ইন্টারফেস—রঙে ভরা, স্মার্ট অ্যানিমেশন এবং আরও ব্যবহারবান্ধব ডিজাইনের খবর ছিল আলোচনার কেন্দ্রে। এবার সেই গুঞ্জন বাস্তবে রূপ নিল।

    গুগল সম্প্রতি অ্যান্ড্রয়েড ১৬-এর কিউপিআর ১ বেটা সংস্করণ উন্মুক্ত করেছে পিক্সেল ব্যবহারকারীদের জন্য। এতে যুক্ত হয়েছে নতুন ডিজাইন থিম ‘ম্যাটেরিয়াল ৩ এক্সপ্রেসিভ’, যা ইন্টারফেসে এনেছে একদম ভিন্ন মাত্রা।

    গুগলের ‘দ্য অ্যান্ড্রয়েড শো: আই/ও এডিশন’-এ প্রথমবারের মতো দেখানো হয়েছিল এই ইন্টারফেস। এখন তা সরাসরি ব্যবহারের সুযোগ মিলছে বেটা সংস্করণে।

    কী কী বদল এসেছে?
    নতুন এই আপডেটে লঞ্চার, নোটিফিকেশন, লক স্ক্রিন এবং কুইক সেটিংস প্যানেলে বড় পরিবর্তন দেখা যাবে।

    কুইক সেটিংসে এসেছে রিসাইজযোগ্য টাইল এবং এক ক্লিকে ইন্টারনেট ও ব্লুটুথ টগল সুবিধা।

    প্রফেশনাল ফটোগ্রাফারদের জন্য যুক্ত হয়েছে ব্যাকগ্রাউন্ড ব্লার ইফেক্ট।

    স্ট্যাটাস বারে দেখা মিলবে আরও স্পষ্ট ও বোল্ড আইকনের।

    এখনই ব্যবহার করতে চাইলে?
    এই মুহূর্তে নতুন ইন্টারফেসটি শুধুমাত্র বেটা সংস্করণে পাওয়া যাবে। গুগল জানিয়েছে, আগামী মাসে যখন অ্যান্ড্রয়েড ১৬-এর স্থায়ী আপডেট আসবে, তখনও এটি সবার জন্য উন্মুক্ত হবে না। যারা এই অভিজ্ঞতা আগে থেকে নিতে চান, তাদের পিক্সেল ৬ থেকে পিক্সেল ৯এ পর্যন্ত যেকোনো ডিভাইসে গুগলের বেটা প্রোগ্রামে অংশ নিতে হবে।

    অ্যাপ আপডেটও আসছে
    গুগল আরও জানিয়েছে, ফিটবিট, জিমেইল, গুগল ফটোসসহ বিভিন্ন নিজস্ব অ্যাপে ধীরে ধীরে এই নতুন ডিজাইনের ছোঁয়া আনা হবে। যদিও এখনো পর্যন্ত এসব অ্যাপে পরিবর্তন কার্যকর হয়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন