সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • বাংলাদেশে স্টারলিংকের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

    বাংলাদেশে স্টারলিংকের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে সেবা কার্যক্রম শুরু করেছে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক।

    মঙ্গলবার (২০ মে) সকালে প্রতিষ্ঠানটির এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে জানানো হয়, এখন থেকে বাংলাদেশেও স্টারলিংকের মাধ্যমে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পাওয়া যাবে।

    বিষয়টি নিশ্চিত করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

    বিশ্বের বিভিন্ন দেশে ইতোমধ্যেই স্টারলিংক ইন্টারনেট সেবা দিয়ে প্রশংসিত হয়েছে। দূরবর্তী ও প্রত্যন্ত অঞ্চলে দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে কাজ করে থাকে। বাংলাদেশে এর কার্যক্রম শুরু হওয়ায় ডিজিটাল সংযোগে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
    ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, প্রাথমিকভাবে স্টারলিংক বাংলাদেশে দুটি ইন্টারনেট প্যাকেজ চালু করেছে— স্টারলিংক রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট। এদের মধ্যে রেসিডেন্স প্যাকেজের মাসিক খরচ ৬ হাজার টাকা এবং রেসিডেন্স লাইট প্যাকেজের জন্য মাসিক খরচ ধরা হয়েছে ৪ হাজার ২০০ টাকা।

    এই সেবার জন্য এককালীন সেটআপ খরচ হিসেবে ৪২ হাজার টাকা ব্যয় হবে। তবে উল্লেখযোগ্যভাবে, এই প্যাকেজগুলোতে কোনো স্পিড বা ডাটা লিমিট নেই। একজন ব্যবহারকারী সর্বোচ্চ ৩০০ এমবিপিএস গতির ইন্টারনেট সার্ভিস পাবেন, তা সম্পূর্ণ আনলিমিটেড ডেটাসহ।

    ফয়েজ আহমদ তৈয়্যব আরও জানান, “বাংলাদেশের গ্রাহকরা আজ থেকেই স্টারলিংক সেবা অর্ডার করতে পারবেন। মাত্র ৯০ দিনের প্রস্তুতির মধ্যে দিয়ে প্রধান উপদেষ্টার নির্দেশনা ও প্রত্যাশা বাস্তবায়ন সম্ভব হয়েছে।”

    তিনি বলেন, “যদিও এটি তুলনামূলকভাবে খরুচে, তবে প্রিমিয়াম গ্রাহকদের জন্য এটি একটি নির্ভরযোগ্য এবং উচ্চগতির ইন্টারনেটের বিকল্প হয়ে উঠবে। বিশেষ করে যেসব এলাকায় এখনো ফাইবার অপটিক বা ব্রডব্যান্ড সংযোগ পৌঁছেনি, সেখানে এই সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

    তিনি আরও জানান, এই প্রযুক্তি ব্যবহার করে এনজিও, উদ্যোক্তা, ফ্রিল্যান্সার এবং দুর্গম অঞ্চলের ব্যবহারকারীরা সারাবছর নিরবচ্ছিন্ন ও মানসম্পন্ন ইন্টারনেট সেবার সুবিধা পাবেন। বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন