সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • ১০,০০০ মেগাহার্টজ ব্যাটারির কনসেপ্ট ফোন উন্মোচন করল রিয়েলমি

    ১০,০০০ মেগাহার্টজ ব্যাটারির কনসেপ্ট ফোন উন্মোচন করল রিয়েলমি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

     তরুণদের মাঝে জনপ্রিয় প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি স্মার্টফোনের ব্যাটারি সমস্যা সমাধানে নতুন উদ্ভাবন নিয়ে এসেছে।

    সম্প্রতি তারা ১০,০০০ mAh ক্ষমতাসম্পন্ন ব্যাটারি সমৃদ্ধ একটি কনসেপ্ট ফোন উন্মোচন করেছে, যা দীর্ঘস্থায়ী ব্যবহার নিশ্চিত করবে।

    ব্যাটারির বিশাল ক্ষমতা সত্ত্বেও ডিভাইসটির পুরুত্ব ৮.৫ মিলিমিটারের নিচে এবং ওজন ২০০ গ্রাম অতিক্রম করেনি, ফলে ব্যবহারকারীরা পাবে আরামদায়ক ও আধুনিক অভিজ্ঞতা।

    প্রযুক্তিগত উদ্ভাবনের কথা মাথায় রেখে ফোনটিতে আলট্রা-হাই সিলিকন-যুক্ত অ্যানোড ব্যাটারি থাকছে, যেখানে ১০ শতাংশ থাকছে সিলিকন। স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে যা সর্বোচ্চ। সেই সাথে ৮৮৭ ওয়াট আওয়ার্স পার লিটার এর শক্তি যা লিথিয়াম-আয়ন ব্যাটারির জন্য একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে।

    গঠনগত উদ্ভাবনের ক্ষেত্রে, রিয়েলমি "মিনি ডায়মন্ড আর্কিটেকচার" চালু করেছে যা ব্যাটারির স্থান অপ্টিমাইজ করার জন্য অভ্যন্তরীণ নকশাকে নতুন করে তুলেছে। মাত্র ২৩.৪ মিলিমিটার এর বিশ্বের সবচেয়ে সরু অ্যান্ড্রয়েড মেইনবোর্ড তৈরি করেছে রিয়েলমি এবং ৬০টিরও বেশি আন্তর্জাতিক পেটেন্ট অর্জন করেছে। প্রোটোটাইপের আধা-স্বচ্ছ ব্যাককভারের মাধ্যমে বিশাল ব্যাটারি এবং ক্ষুদ্রায়িত মেইনবোর্ড দেখা যায়।

    রিয়েলমি ধারাবাহিকভাবে ব্যাটারি লাইফ এবং দ্রুত চার্জিং উদ্ভাবনে নেতৃত্ব দিয়েছে। জিটি নিও৩-এর ১৫০ ওয়াট ফাস্ট-চার্জিং থেকে জিটি৩-এর ২৪০ ওয়াট এবং ৩২০ ওয়াট ধারণার ফোন পর্যন্ত, রিয়েলমি তার ব্যবহারকারীদের জন্য যুগান্তকারী এবং কার্যকর সমাধান সরবরাহ করে চলেছে। 

    রিয়েলমি বিশ্বাস করে আসন্ন জিটি ৭ সিরিজ আরও বেশি চমক নিয়ে আসবে এবং ইন্ডাস্ট্রিতে রিয়েলমির শীর্ষস্থানীয় অবস্থানকে আরও শক্তিশালী করবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ