সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • জেদ্দায় হজযাত্রীদের ফুল ও চকলেটে বরণ

    জেদ্দায় হজযাত্রীদের ফুল ও চকলেটে বরণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সৌদি আরবে পৌঁছেছেন চলতি বছরের হজযাত্রীদের প্রথম কাফেলা। মঙ্গলবার (২৯ এপ্রিল) সৌদি সময় সকাল সাড়ে ৭টায় জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের হজ টার্মিনালে অবতরণ করে প্রথম হজ ফ্লাইট, যাতে বাংলাদেশ থেকে ৪১৪ জন হজযাত্রী ছিলেন।

    ফ্লাইটটি পৌঁছানোর পর বাংলাদেশি হজযাত্রীদের ফুল ও চকলেট দিয়ে বরণ করে নেওয়া হয়। বিমানবন্দরে হজযাত্রীদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মিয়া মো. মাইনুল কবির ও বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর মো. জহিরুল ইসলাম।

    এছাড়া হজযাত্রীদের অভ্যর্থনায় অংশ নেন সৌদি সিভিল এভিয়েশনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মাজেন জাওয়াহার, হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পরিচালক সালমান আল বেলাবীসহ অন্যান্য সৌদি কর্মকর্তা।

    প্রসঙ্গত, ২০২৫ সালে (হিজরি ১৪৪৬) বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজ পালন করবেন।

    এর আগের দিন, সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হজ ফ্লাইট ২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সৌদি আইনকানুন মেনে চলার আহ্বান জানান।

    তিনি বলেন, “হজযাত্রীদের যৌক্তিক খরচে হজ পালন নিশ্চিত করতে সরকার কাজ করছে। নিবন্ধন থেকে শুরু করে সম্পূর্ণ প্রক্রিয়াকে সহজ ও আধুনিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি আগামী বছর আরও ইতিবাচক পরিবর্তন দেখা যাবে।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ