সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • পিরোজপুরের সাব-রেজিস্ট্রার

    হুমায়ুনের বিরুদ্ধে অসামাজিক কর্মকাণ্ড ও দুর্নীতির অভিযোগ

    হুমায়ুনের বিরুদ্ধে অসামাজিক কর্মকাণ্ড ও দুর্নীতির অভিযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর সদর উপজেলার সাব-রেজিস্ট্রার হুমায়ুন বিন সিরাজের বিরুদ্ধে একাধিক নারী কেলেঙ্কারি, ঘুষ ও দুর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগকারী সূত্রে জানা যায়, দীর্ঘ দেড় বছরে দায়িত্ব পালনকালে তিনি অসংখ্য অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়েছেন, যা ইতোমধ্যেই স্থানীয় মহলে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

    অভিযোগে বলা হয়েছে, হুমায়ুন সরকারি পদে থেকে ক্ষমতার অপব্যবহার করে নারী সঙ্গ, অর্থ লেনদেন, চাকরি দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি ও দালালদের মাধ্যমে অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছেন। তিনি নিয়মিতভাবে তার নিজস্ব ভাড়া বাসায় বিভিন্ন স্থান থেকে নারীদের নিয়ে আসেন বলে অভিযোগ রয়েছে। তার এসব কর্মকাণ্ডে অফিস সহায়কসহ কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী তাকে সহযোগিতা করে বলে স্থানীয়দের দাবি।

    এছাড়া তার বিরুদ্ধে অতীতে কুমিল্লা জেলার লাকসাম উপজেলায় দায়িত্ব পালনের সময়ও অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অভিযোগকারী দাবি করেন, সে সময়ও তাকে নারীসহ হাতেনাতে ধরা হলেও স্থানীয় প্রভাবশালীদের সহায়তায় বিষয়টি ধামাচাপা দেওয়া হয়।

    একাধিক সূত্র জানায়, হুমায়ুন নিজেকে প্রভাবশালী বলে দাবি করেন এবং জানান, তার উর্ধ্বতন মহলে প্রভাব রয়েছে। তার বিরুদ্ধে ঘুষ, অবৈধ লেনদেন এবং সরকারি দায়িত্বে থেকেও নিজ বাসা ও হোটেলে নিয়মিত রাত যাপনের অভিযোগও উঠেছে।

    এ বিষয়ে স্থানীয়দের অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে না চাইলেও, গোপনে তার আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন। অভিযোগ রয়েছে, হুমায়ুন বিন সিরাজ সরকারি দপ্তরের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন এবং প্রশাসনের প্রতি জনসাধারণের আস্থা নষ্ট করছেন।

    স্থানীয়রা বিষয়টির দ্রুত তদন্ত এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন।

     দ্রষ্টব্য: এই প্রতিবেদনটি প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে প্রণীত। সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য পাওয়ার চেষ্টা চলছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ