সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • তরুণদের অনুপ্রাণিত করতে ফেসবুকের পডকাস্ট সিরিজ

    তরুণদের অনুপ্রাণিত করতে ফেসবুকের পডকাস্ট সিরিজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তরুণদের একটি উল্লেখযোগ্য অংশ, বিশেষ করে ১৮-২৯ বছর বয়সীরা তাদের চারপাশের বিশ্ব সম্পর্কে জানতে যুক্ত হচ্ছে ফেসবুকে। সামাজিক যোগাযোগ মাধ্যমের এ প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীরা জীবনের বিভিন্ন পর্যায়ের পথচলাকে সমৃদ্ধ করে তোলার পাশাপাশি নিজেদের ও কমিউনিটির জন্য অর্থবহ কাজ করার সুযোগ পায়। প্ল্যাটফর্মটিতে তরুণদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে তুলতে বাংলাদেশে একদম নতুন পডকাস্ট সিরিজ ফেসবুকআইআরএল স্টোরিজ চালু করেছে ফেসবুক। এর মাধ্যমে তরুণরা কীভাবে ফেসবুক ব্যবহার করছে তা তুলে ধরা হবে।    

    পডকাস্ট সিরিজের উপস্থাপক হিসেবে রয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও কমেডিয়ান আমিন হান্নান চৌধুরী। এই পডকাস্টের মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটর, ছোট থেকে মাঝারি আকারের ব্যবসা (এসএমবি) পরিচালনাকারী ও কমিউনিটিতে প্রভাববিস্তারকারীরা ফেসবুকে তাদের যাত্রা, উন্নতি ও বিস্তার নিয়ে গল্পগুলো বলবেন; যা পরবর্তী সময়ে তরুণদের জন্য বড় পদক্ষেপ নিতে সহায়ক হবে।

    পডকাস্টের উপস্থাপক আমিন হান্নান চৌধুরী বলেন, “ফেসবুক সবসময়ই কনটেন্ট ক্রিয়েটর ও দর্শকদের মাঝে সেতুবন্ধন হিসেবে কাজ করেছে। এবার সফল কনটেন্ট ক্রিয়েটর, এসএমবি ও কমিউনিটিতে প্রভাববিস্তারকারীদের অগ্রগতি ও সফলতার গল্প তুলে নিয়ে আসছে ফেসবুক। এই গল্পগুলো তরুণ ব্যবহারকারীদের অর্থপূর্ণভাবে সংযুক্ত করতে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের পছন্দের বিষয়গুলো খুঁজে পেতে অনুপ্রাণিত করবে বলে আশাবাদী আমরা।”

    ফেসবুক প্রতিনিয়ত তরুণদের জন্য নতুন ফিচার যোগ করে যাচ্ছে, যেন সকল ব্যবহারকারী নিজেদের পছন্দ খুঁজে পেতে পারেন এবং নিজেদের ঘনিষ্ট বন্ধুবান্ধবের বাইরেও বাকি বিশ্বের সাথে সংযুক্ত হতে পারেন। আপনি যে বিষয়েই আগ্রহী হোন না কেন, ফেসবুকে এমন অনেকেই রয়েছেন যারা আপনার কাজে সহায়তা করতে পারবে। ফেসুবকে আপনি আপনার আপনার পছন্দসই কনটেন্ট ও মানুষদের খুঁজে পাবেন।

    যেসব তরুণ কনটেন্ট তৈরি করার ক্ষেত্রে টিপস ও কৌশল জানার পাশাপাশি কমিউনিটি গড়ে তুলতে বা কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, তারা #ফেসবুকআইআরএল স্টোরিজ ফলো করতে পারেন এবং https://www.facebook.com/comedyamin থেকে নিজেদের দক্ষতার আরও বিকাশ ঘটাতে পারেন। একইসাথে, এই সিরিজের ডিজিটাল পাবলিকেশন পার্টনার টাইগার মিডিয়া (কেবলগ্রাম, নাটশেল টুডে ও সোজু টুডে) থেকে পডকাস্টের গুরুত্বপূর্ণ অংশ দেখে নিতে পারেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন