সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • জামায়াত আমির শফিকুর রহমান:

    জুলাই-আগস্টে যারা মানুষ হত্যা করেছে, তাদের বিচার হতে হবে

    জুলাই-আগস্টে যারা মানুষ হত্যা করেছে, তাদের বিচার হতে হবে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আজ ঈদ হলেও বাংলাদেশের অনেক পরিবারের ঘরে ঈদের আনন্দ নেই। অনেক মা তার সন্তানের জন্য কান্না করছে। জুলাই-আগস্ট আন্দোলনে যারা গণহত্যা চালিয়েছে এবং মানুষ হত্যা করেছে, তাদের বিচার অবশ্যই হতে হবে।”

    সোমবার (৩১ মার্চ) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাতে অংশ নেওয়ার পর তিনি এসব কথা বলেন।

    দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমির বলেন, “আমরা শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহর কাছে প্রার্থনা করছি। যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের বিচার হতে হবে, যাতে শহীদদের পরিবার কিছুটা হলেও সান্ত্বনা পায়। আমরা এমন একটি বাংলাদেশ আশা করি, যেখানে রক্তের হোলি খেলা হবে না, মানুষের জীবনকে তুচ্ছ হিসেবে গণ্য করা হবে না, এবং মানুষ ভালোবাসা, সম্মান, মর্যাদা ও সমতার ভিত্তিতে বসবাস করতে পারবে। এখানে ধর্মের ভিত্তিতে কাউকে প্রমাণ করা হবে না এবং তার অধিকার কেড়ে নেওয়া হবে না। একজন নাগরিক হিসেবে সবার সমান অধিকার থাকবে। এসব কেবল আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের মাধ্যমে সম্ভব। আমরা এই সমাজের জন্য লড়াই করছি, এবং আমরা ক্ষুধামুক্ত একটি সমাজ চাই।”

    ডা. শফিকুর রহমান আরও বলেন, “আমরা চাঁদাবাজি ও দখলবাজি মুক্ত সমাজ গড়তে চাই। এ ব্যাপারে আমাদের কোনও দ্বিমত নেই। যদি এই কথাটি আমার নিজের বিপক্ষে যায়, তাও আমাকে বলতে হবে। সত্য কথা ছাড়া আমাদের অন্য কোনও উপায় নেই। এই দেশে আর দুর্বৃত্তায়নের রাজনীতি হতে দিতে চাই না, কারণ মানুষ আর ফ্যাসিবাদের কবলে পড়তে চায় না।”

    এর আগে জামায়াত আমির উপস্থিত মুসল্লিদের সঙ্গে কোলাকুলি করেন এবং কুশল বিনিময় করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন