সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • বইমেলায় সাবিনা ইয়াসমিনকে উৎসর্গ করে

    ড. অরূপরতন চৌধুরীর বই ‘মুখের ক্যান্সার: প্রতিরোধ ও চিকিৎসা’

     ড. অরূপরতন চৌধুরীর বই ‘মুখের ক্যান্সার: প্রতিরোধ ও চিকিৎসা’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অমর একুশে বইমেলায় এবার অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী’র লেখা ‘মুখের ক্যান্সার: প্রতিরোধ ও চিকিৎসা’ প্রকাশিত হয়েছে ২৬ ফেব্রুয়ারি। চন্দ্রছাপ থেকে প্রকাশিত অরূপরতন চৌধুরী স্বাস্থ্য বিষয়ক তার বইটি উৎসর্গ করেছেন প্রখ্যাত কন্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনকে। উল্লেখ্য, সাবিনা ইয়াসমিন সম্প্রতি মুখের ক্যান্সারে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে দেশে ফিরে এসেছেন। তার শারিরীক অবস্থা উন্নতি হচ্ছে। ড. অরূপরতন চৌধুরীই প্রথম সাবিনা ইয়াসমিনের মুখের ক্যান্সার শনাক্ত করেন এবং শিল্পী নিয়মিতভাবে তার কাছেই মুখ ও দাঁতের চিকিৎসা করান।

    ড. অরূপরতন চৌধুরী বলেন, “সাবিনা একসময় জর্দ্দা, গুল ও পান খেতেন। তার মুখের ক্যান্সারের মূল কারণই হচ্ছে তামাক বা জর্দ্দা। সাবিনা বর্তমানে সুস্থ আছেন এবং গান-বাজনার জগতে ফিরেছেন। সাবিনার এই ক্যান্সার আক্রান্তের ব্যাপারটি সঠিক সময়ে সনাক্ত হওয়ার ফলেই তিনি দ্রুত সুস্থ হয়ে উঠেছেন। এই কারণেই বইটি তাকে উৎসর্গ করেছি।”

    বইটি হাতে পেয়ে সাবিনা ইয়ানসমিন অত্যন্ত খুশি হয়েছেন এবং একই সাথে আর কেউ যাতে তামাকপাতা, জর্দ্দা, গুল সেবন করে ক্যান্সারের শিকার না হয়, সেজন্য তিনি একটি বাণীও পাঠিয়েছেন। জনসচেতনতায় বাণীটি গণমাধ্যমে প্রচার করা হবে জানান ড. অরূপরতন চৌধুরী।

    ‘মুখের ক্যান্সার: প্রতিরোধ ও চিকিৎসা’ বইটি নিউ মার্কেটের বইঘর ও আলিঘর লাইব্রেরী, বিশ্ববিতানে পাওয়া যাবে। ড. চৌধুরী স্বাধীনবাংলা বেতার কেন্দ্র, ধূমপান, মাদক, দাঁতের চিকিৎসা, মুখের স্বাস্থ্য বিষয়ে এ নিয়ে তার সর্বমোট প্রকাশিত বইয়ের সংখ্যা ৩৫টি। দীর্ঘ ৪০ বছরের অধিক সময় ধরে তিনি অদ্যাবদি ধূমপান ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ২০১৫ সালে সামাজিক কর্মকান্ডে অবদানের জন্য রাষ্ট্রীয় পুরস্কার ‘একুশে পদক’ লাভ করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন