সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • প্লাস্টিক বোতলে পানি পান : গর্ভের শিশুরও ক্ষতির শঙ্কা!

    প্লাস্টিক বোতলে পানি পান : গর্ভের শিশুরও ক্ষতির শঙ্কা!
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নতুন এক গবেষণায় বোতলের পানি নিয়ে বিস্ফোরক রিপোর্ট সামনে এসেছে। এতে বলা হয়েছে, বোতলজাত পানিতে মাইক্রোন্যানো প্লাস্টিক আগের অনুমানের চেয়ে অনেক বেশি থাকতে পারে। 

    দেখা গেছে, ২ লাখ ৪০ হাজার প্লাস্টিকের টুকরা বোতলজাত পানিতে থাকতে পারে। আর আগের ধারণার চেয়ে ১০০ গুণ বেশি মাইক্রোপ্লাস্টিক থাকতে পারে। এই ক্ষুদ্র প্লাস্টিক বিটগুলোর প্রায় ৯০ শতাংশ ন্যানোপ্লাস্টিক-কণা যা আকারে এক মাইক্রোনেরও কম এবং মানব কোষ এবং টিস্যুতে শোষিত হতে পারে, পাশাপাশি রক্ত-মস্তিষ্কের বাধা অতিক্রম করতে পারে। প্লাস্টিকের বোতলে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি আগে জানা গেলেও মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিকগুলো আরো ভালোভাবে সনাক্ত করার প্রযুক্তির অভাব ছিল।

    প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সেস জার্নালে প্রকাশিত এ গবেষণাটি বোতলজাত পানিতে ন্যানোপ্লাস্টিক সনাক্ত করার প্রথম প্রচেষ্টা বলে মনে করা হচ্ছে।

    কলম্বিয়া ইউনিভার্সিটির ল্যামন্ট-ডোহার্টি ল্যাবরেটরির বিজ্ঞানীরা তিনটি জনপ্রিয় ব্র্যান্ডের পানির নমুনা অধ্যয়ন করতে এসআরএস মাইক্রোস্কোপি নামে অত্যাধুনিক ইমেজিং প্রযুক্তি ব্যবহার করেছেন এবং প্রতি লিটার পানিতে কয়েক হাজার বিট প্লাস্টিকের সন্ধান পেয়েছেন।

    মানব স্বাস্থ্যের উপর প্লাস্টিকের প্রভাব সম্পর্কে গবেষণা বিস্তৃত নয় এবং বিজ্ঞানীরা মানুষের দেহ এবং অঙ্গগুলোতে প্লাস্টিকের উপস্থিতি সনাক্ত করতে শুরু করেছেন।

    মাইক্রোপ্লাস্টিকের ক্ষতিকারক প্রভাবগুলো রক্তে খারাপ প্রভাব ফেলতে পারে।

    রক্ত প্রবাহে প্রবেশ করতে পারে এবং হজমে সমস্যা, প্রদাহ এবং পুষ্টির শোষণকে ব্যাহত করতে পারে এবং শিশুদের বিকাশের দেরি ঘটাতে পারে। তারা ভ্রূণের বিকাশেও তাদের পথ তৈরি করতে পারে এবং মাইক্রোপ্লাস্টিকের সংস্পর্শ রোধ করতে, প্লাস্টিকের বোতল, লাঞ্চবক্স বা কোনো ধরণের প্লাস্টিকের প্যাকেজিং ব্যবহার এড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।


    বিভিন্ন গবেষণা অনুসারে, মায়েরা প্লাসেন্টার মাধ্যমে বিকাশশীল ভ্রূণের কাছে মাইক্রোপ্লাস্টিক পাঠাতে পারেন। এই রাসায়নিকগুলো শিশুদের স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করে।

    কলম্বিয়ার পরিবেশ রসায়নবিদ এবং গবেষণার সহ-লেখক বেইজান ইয়ান বলেন, 'বড় আকারের কণার আকারে তারা বিষাক্ত না হলেও, যখন তারা ছোট হয়ে যায় তখন তারা বিষাক্ত হয়ে যায়, কারণ তারা কোষে, টিস্যুতে, অর্গানেলের অভ্যন্তরে হস্তক্ষেপ করতে পারে।'

    মাইক্রোপ্লাস্টিকের বিপদ মোকাবেলা
    এটি নিশ্চিত করা অপরিহার্য যে পিতামাতারা পণ্য এবং পরিবেশে পাওয়া মাইক্রোপ্লাস্টিক এবং তাদের সাথে যুক্ত বিষাক্ত রাসায়নিকগুলোর সংস্পর্শকে সীমাবদ্ধ করার চেষ্টা করেন। আপনার বাচ্চাদের প্লাস্টিকের প্যাকেজিংসহ খাবার দেবেন না। আপনার শিশুকে খাওয়ানোর জন্য প্লাস্টিকের পরিবর্তে কাচের দুধের বোতল বেছে নিন। প্লাস্টিকের খেলনা এবং জিনিসগুলো বাচ্চাদের মুখে রাখবেন না। আপনি তাদের কাঠের জিনিস দিতে পারেন খেলার জন্য। পুনের মাদারহুড হাসপাতালের কনসালট্যান্ট নিওনেটোলজিস্ট এবং শিশু রোগ বিশেষজ্ঞ ডা. জগদীশ কাঠওয়াতে এর আগে এইচটি ডিজিটালকে একথা বলেছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ