সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • মাঝ আকাশ থেকে পড়েও অক্ষত ফোন

    মাঝ আকাশ থেকে পড়েও অক্ষত ফোন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সামান্য উচ্চতা থেকে কিংবা চলতি পথে হাত থেকে পড়ে গিয়ে মোবাইল ফোন ক্ষতি হওয়ার সাক্ষী হয়েছেন অনেকেই। সে কারণেই সাবধানেই ডিভাইসটি ব্যবহার করেন অনেকে। যদি এমন হয়, মাঝ আকাশে উড়ন্ত উড়োজাহাজ থেকে কোনো ফোন নিচে পড়ে যায়। তাহলে ডিভাইসটির অস্তিত্ব খুঁজে পাওয়াটাও দুষ্কর। কিন্তু এর বিপরীতটা হয়েছে এবার। প্রায় ১৬ হাজার ফুট উচ্চতা থেকে নিচে পড়েও কোন ক্ষতি আইফোন কোম্বানির একটি হ্যান্ডসেটের।

    সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনাথন বেটস নামক এক ব্যক্তি ফোনটি খুঁজে পাওয়ার কথা জানান। যদিও ফোনটির নির্দিষ্ট মডেল সম্পর্কে কোনো তথ্য জানাননি তিনি। তবে ধারণা করা হচ্ছে, আইফোন ১৪ প্রো অথবা ১৫ প্রো সিরিজের ফোন হবে এটি।

    সিনাথন বেটস বলেছেন, ‘বার্নস রোডে হাটার সময় আইফোনটি পেয়েছি। ফোনটিতে এখনও পর্যন্ত অর্ধেকের বেশি চার্জ আছে। ফোনটির ইন-ফ্লাইট অ্যাক্টিভেশন মোড চালু আছে। এবং আলাস্কা এয়ারলাইন্সের একটি লাগেজ দাবির অনলাইন রশিদ রয়েছে খোলা রয়েছে। ১৬ হাজার ফুট উঁচু থেকে পড়েও ফোনটি বেঁচে গেছে। ফোনটি পাওয়ার পর আমি এনটিএসবি (মার্কিন যুক্তরাষ্ট্রের এভিয়েশন বিষয়ক তদন্ত সংস্থা) -কে জানাই। তখন তারা বলেছিল, এটি খুঁজে পাওয়া দ্বিতীয় ফোন, তবে এখনও কোনো দরজা পাওয়া যায়নি।

    এর আগে গত শুক্রবার আলাস্কা এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৯ ম্যাক্স মার্কিন যুক্তরাষ্ট্রের ওরেগন রাজ্যের পোর্টল্যান্ড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৭৭ জন যাত্রী নিয়ে মাঝ আকাশে উড্ডোয়নের সময় দরজা ভেঙ্গে উড়ে যায়। বিমানটি তখন প্রায় ১৬ হাজার ফুট উচ্চতায় ছিল। সে সময় অনেক যাত্রীর হাতে থাকা ফোন উড়ে যায় ভাঙ্গা অংশ দিয়ে। পরে অবশ্য কোনো বড় ধরণের ক্ষতি ছাড়াই বিমানটি জরুরি অবতরণ করে।

    এরপর সোমবার সকালে পোর্টল্যান্ডে একটি উড়োজাহাজের প্যানেলের দরজার প্লাগ খুঁজে পায় ইউএস এভিয়েশন কর্তৃপক্ষ, যা উড়ে যাওয়া উড়োজাহাজটির অংশ বিশেষ করে ধারণা করা হচ্ছে। আর আগেই আইফোনটি খুঁজে পাওয়ার কথা জানান সিনাথন বেটস।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন