সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • এক ডিভাইস থেকে মুছে দেওয়া যাবে একাধিক ডিভাইসের অ্যাপ

    এক ডিভাইস থেকে মুছে দেওয়া যাবে একাধিক ডিভাইসের অ্যাপ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নতুন একটি ফিচার আনছে গুগল প্লেস্টোর। এর মাধ্যমে একই আইডি দিয়ে কানেক্ট থাকা একাধিক ডিভাইসের অ্যাপ অন্য ডিভাইস থেকে আনইনস্টল করে দেওয়া যাবে। সম্প্রতি গুগল সিস্টেম আপডেট চেঞ্জলগ থেকে জানা যায়, ফাংশনটি সব অ্যান্ড্রয়েডেই একসঙ্গে পাওয়া যাবে। অর্থাৎ নতুন এই আপডেট চালু হলে ব্যবহারকারী তার স্মার্ট ওয়াচ, টিভি বা ওয়্যার ওএস চালিত স্মার্টওয়াচ থেকে বা স্মার্টফোন থেকে অ্যান্ড্রয়েড চালিত যে কোনও ডিভাইসের যেকোনও অ্যাপ মুছে দিতে পারবেন।

    কানেক্টেড ডিভাইসের অ্যাপ আনইনস্টল করতে হলে-

    প্রথমে ‘ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসেস’ থেকে ম্যানেজ অপশনে গিয়ে অপশনটি বেছে নিতে হবে।

    এরপর ‘✓ দিস ডিভাইস’ অপশন বাছতে হবে। সেটাতে ট্যাপ করলে কানেক্টেড ডিভাইসগুলোর তালিকা দেখাবে, সেইসঙ্গে ইনস্টল অপশনও।

    এরপর সেখান থেকে ডিভাইস সিলেক্ট করার পর প্লেস্টোর সেই ডিভাইসে ইনস্টল থাকা অ্যাপগুলোর তালিকা দেখাবে।

    এরপর যেসব অ্যাপ আনইনস্টল করা দরকার সেগুলো সিলেক্ট করতে হবে। এরপর স্ক্রিনে ওপরের ডানে থাকা ডিলিট বাটনে ট্যাপ করলে প্লেস্টোর থেকে একটা কনফার্ম বার্তা আসবে। সেটা নিশ্চিত করলেই সেই অ্যাপগুলো মুছে যাবে।

    তবে অ্যাপটি এখনও সবার কাছে চালু না হওয়ার মানে এটি এখনও ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে। আবার ফিচারটি ঠিক কবে নাগাদ সবার জন্য চালু হবে এটাও নিশ্চিত করে জানানো হয়নি গুগলের পক্ষ থেকে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন