সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • করোনা রোগী বাড়ল ৫২ শতাংশ, বিশ্বজুড়ে ফের আতঙ্ক

    করোনা রোগী বাড়ল ৫২ শতাংশ, বিশ্বজুড়ে ফের আতঙ্ক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফের মাথা চারা দিচ্ছে কোভিড-১৯। বিশ্বজুড়ে গত চার সপ্তাহে ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে নতুন কোভিড আক্রান্তের সংখ্যা। এই অল্প সময়ের মধ্যেই ৮ লাখ ৫০ 
    হাজারেরও বেশি মানুষের শরীরে করোনা সনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

    সোমবার ২৫ ডিসেম্বর হিন্দুস্তান টাইম’র এক প্রতিবেদনে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আগের ২৮ দিনের তুলনায় নতুন মৃত্যুর সংখ্যা ৮ শতাংশ হ্রাস পেয়েছে এবং ৩ হাজারেরও বেশি নতুন মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, কোভিড-১৯ শুরু হওয়ার পর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী ৭৭ কোটি ২০ লাখের বেশি নিশ্চিত সংক্রমণের খাবর পাওয়া গিয়েছে এবং প্রায় ৭০ লাখের বেশি মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

    এছাড়াও বিশ্বব্যাপী কোভিড-১৯ এ এক লাখ ১৮ হাজারের বেশি নতুন রোগী হাসপাতালে ভর্তি রয়েছে এবং এক হাজার ৬০০ জনের বেশি রোগী আইসিইউতে ভর্তি হয়েছে। 

    ওমিক্রন ভ্যারিয়েন্টের একটি উপ-বংশ জেএন.১ অত্যন্ত দ্রুত বৃদ্ধি হওয়ার ফলে একে আলাদা একটি ভ্যারিয়েন্ট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এর দ্রুত বিস্তারের কারণে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জেএন.১ ভ্যারিয়েন্টকে প্যারেন্ট বংশের বিএ.২.৮৬ থেকে আলাদা ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট (ভিওআই) হিসেবে শ্রেণিবদ্ধ করছে। এটি পূর্বে বিএ.২.৮৬ উপ-বংশের অংশ হিসেবে ভিওআই হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছিল।

    বর্তমান ভ্যাকসিনগুলো জেএন.১ এবং সার্স-কোভ-২ ভাইরাসের সংক্রমণের কারণে গুরুতর রোগ এবং মৃত্যুর বিরুদ্ধে রক্ষা করতে চলেছে। কোভিড-১৯ এর ফলে শুধুমাত্র শ্বাসযন্ত্রের রোগ নয় বরং ইনফ্লুয়েঞ্জা, আরএসভি এবং সাধারণ শৈশব নিউমোনিয়াও বাড়ছে।

    ঝুঁকি কমাতে ইতোমধ্যেই জনবহুল এলাকা এড়িয়ে চলতে এবং কোভিডের প্রাথমিক বিধি নিষেধগুলো মেনে চলার নির্দেশ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ