সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • ঢাকা মেডিকেল থেকে ভুয়া নারী চিকিৎসক আটক

    ঢাকা মেডিকেল থেকে ভুয়া নারী চিকিৎসক আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে মুনিয়া নামের এক ভুয়া নারী চিকিৎসককে আটক করা হয়েছে। ডিএমসির নতুন ভবনের পঞ্চম তলার নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র তথা আইসিইউ থেকে তাকে আটক করা হয়। সূত্র : যমুনা টিভি। 

    জিজ্ঞাসাবাদে মুনিয়া জানান, নীলক্ষেত থেকে কিনেছেন অ্যাপ্রোন, বানিয়েছেন নকল আইডি কার্ড। এরপর গত একমাস ধরে চিকিৎসকের ভুয়া আইডি কার্ডসহ অ্যাপ্রোন গায়ে, স্টেথিসকোপ গলায় ঝুলিয়ে ঢামেকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঘুরতেন।

    সিসিটিভি ফুটেজে দেখো গেছে, চিকিৎসকের আইডি কার্ডসহ স্টেথিস্কোপ গলায় ঝুলানো অবস্থায় অ্যাপ্রোন পরিহিত চিকিৎসকরূপী নারীটি ঢামেকের চিকিৎসকদের কক্ষে আসা-যাওয়া করতেন। তাঁর গতিবিধি সন্দেহজনক হওয়ায় কর্তব্যরত নার্স ও আনসার সদস্যরা তাঁকে চ্যালেঞ্জ করেন। নিজেকে প্রথমে গাইনী ওয়ার্ড ও পরে আউটডোরের চিকিৎসক বলে দাবি করেন। কিন্তু গাইনী ওয়ার্ড ও আউটডোরের কর্তব্যরত চিকিৎসকেরা তাকে চিনতে না পারেননি। পরে ভুয়া চিকিৎসক হিসেবে স্বীকারোক্তি দেন তিনি।

    এ সময় মুনিয়া বলেন, মানুষ বলতেই তো ভুল হয়, আমাকে মাফ করে দেন স্যার। আমি কখনোই আর এ ধরনের কাজ করবো না। ঢাকা মেডিকেলে প্রায় একমাস ধরে আসতেন বলে জানান তিনি। বুঝতে পারছি- আমি অন্যায় করেছি। এ করম ভুল আর করবো না। 

    এ বিষয়ে ওয়ার্ড মাস্টার জিল্লুর রহমান বলেন, একজন ভুয়া ডাক্তার ধরা পড়েছে। তিনি অনর্থক বিভিন্ন স্থানে ঘুরতেন।

    দায়িত্বরত একজন নার্স বলেন, আইসিইউয়ের ভেতরে তাঁর গতিবিধি সন্দেহজনক ছিল। তাকে সার্চ করে আইসিইউ কক্ষের মোবাইল ফোন ও কিছু যন্ত্রপাতি পাওয়া গেছে।

    এ বিষয়ে ঢামেক কর্তৃপক্ষের অভিযোগের প্রেক্ষিতে শাহবাগ থানা পুলিশ ভুয়া চিকিৎসক মুনিয়াকে আটক করে নিয়ে যায়। সেখানে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে প্রতারণা মামলার প্রস্তুতি নিয়েছে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।


    ডক্টর টিভি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ