আসন্ন নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র আরও পারফেক্ট হবে: ওবায়দুল কাদের


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভোটাররা ভোট দিতে উন্মুখ। অনেকেই ভেবেছিল বড় একটা দল নেই, তাতে নির্বাচনের পরিবেশ ম্লান হবে। তবে এখন পর্যন্ত নির্বাচনকেন্দ্রীক উৎসবমুখর পরিবেশ রয়েছে। ৭ জানুয়ারি ব্যাপক ভোটার উপস্থিতি হবে, এ নির্বাচনে গণতন্ত্র আরও পারফেক্ট হবে।
বুধবার (১৩ ডিসেম্বর) সমসাময়িক বিষয়ে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
কাদের বলেন, নির্বাচন সফল করতে হবে। ব্যাপক ভোটার উপস্থিতি করতে হবে। সে লক্ষ্য আমরা আমাদের সমমনা দলের সাথে আলোচনা করে যাচ্ছি। নির্বাচন শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে হবে।
সেতুমন্ত্রী বলেন, দেশের মানুষকে ভয়ের মধ্যে রাখতে বিএনপি ও তার দোসররা যে চক্রান্ত করছে, তার বিপরীতে আমাদের ভোটার উপস্থিতি করতে হবে।

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন